নানান টালবাহানা শেষে অবশেষে শুরু হতে চলেছে কারণ জোহারের বহু প্রতীক্ষিত টক শো ‘কফি উইথ করণ’। বলিউডের জনপ্রিয় পরিচালক, প্রযোজক কারণ জোহার সঞ্চালিত জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’ (Koffee With Karan) শুরু হয়েছিল সেই ২০০৪ সালে। সেই থেকে বছরের পর বছর বেড়েই চলেছে এই শোয়ের জনপ্রিয়তা।
প্রসঙ্গত কফি উইথ করণের শেষ শো সম্প্রচারিত হয়েছিল ২০১৯ সালে। তারপর আচমকাই করোনা সংক্রমণ থেকে শুরু করে পরবর্তীতে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে বয়কট বলিউড স্লোগান সবমিলিয়ে করণ জোহরের এই শো পড়েছিল প্রশ্নের মুখে। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে পুরনো ছন্দে আরও বেশি জাকজমক নিয়ে শুরু হতে চলেছে এই শো।
জানা যাচ্ছে আগামী সপ্তাহেই অর্থাৎ ৭ জুলাই দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আসতে চলেছে করণ জোহরের ‘কফি উইথ করণ সিজন ৭’। তবে এবছর আর টেলিভিশনের পর্দায় নয়, জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে করণের সাথে আড্ডা জমাতে দেখা যাবে বলিউডের সেলিব্রেটি অতিথিদের। আজ অর্থাৎ শনিবারেই প্রকাশ্যে এসেছে এই শোয়ের ট্রেলার।
সেই ট্রেলর আসতেই দেখা গেল এবারের অতিথি তালিকার বিরাট চমক। ট্রেলরের শুরুতেই দেখা গেল করণের দুই নয়নের মণি আলিয়া ভাট আর রণবীর সিং। থাকছেন বি টাউন বেস্ট ফ্রেন্ড বলে পরিচিত সারা আলি আর জাহ্নবী কাপুর, থাকছেন বরুন ধাওয়ান এবং অনিল কাপুর। এছাড়াও থাকবেন শাহিদ, কিয়ারা। এছাড়াও অক্ষয় কুমারের সাথে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা কে। আর অনন্যা পান্ডের সাথে দেখা গিয়েছে বিজয় দেবরাকোন্ডাকে।
View this post on Instagram
এদিন প্রচার ঝলকেই সেলিব্রেটি একাধিক সিক্রেট ফাঁসের আভাস মিলেছে। জানা গিয়েছে রণবীর সিংয়ের সেক্স প্লে-লিস্ট। অন্যদিকে, সারা আলি খান জানালেন, তাঁর প্রাক্তন নাকি সবার-ই প্রাক্তন। যা শুনে হেসে গড়ালেন পাশে থাকা বান্ধবী জাহ্নবী। অন্যদিকে নিজের বিবাহ বিচ্ছেদের জন্য একপ্রকার করণ জোহরকে কাঠগড়ায় তুলে সামান্থা বললেন ‘আপনি সিনেমায় দেখিয়েছেন জীবন K3G কিন্তু জীবন আসলে KGF’।