• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এত সমালোচনার পরেও ফের শুরু হচ্ছে ‘কফি উইথ করণ’! শো বয়কটের আগাম ডাক নেটিজেনদের

Karan Johar,করণ জোহর,Coffee With Karan,কফি উইথ করণ,Sushant Singh Rajput,সুশান্ত সিং রাজপুত,Alia Bhatt,আলিয়া ভাট,Ranbir Kapoor,Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত,Vivek Agnihotri,বিবেক অগ্নিহোত্রী

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তথা বিতর্কিত শো হচ্ছে হচ্ছে ‘ কফি উইথ করণ’ (Koffee with Karan), যার সঞ্চালনা করতেন বলিউডের পরিচালক করণ জোহার (Karan Johar)। শো বিখ্যাত হওয়ার পিছনে প্রধান কারণ ছিল, এই চর্চিত শো-এ তারকাদের হাঁড়ির খবর ফাঁস করা হত সর্বসমক্ষে। বেশ কিছুদিন যাবত এই শো বন্ধ ছিল। করণ জোহারের সঞ্চালনা আর উস্কানিমূলক কথায় অনেকেই বেঁফাস মন্তব্য করে বসতেন সতীর্থদের উদ্দেশ‍্য, আর সেসব নিয়েই চলত তুমুল আলোচনা। ২০১৯ সালে শেষ সম্প্রচারিত হয়েছিল করণের এই শো।

তারপর দীর্ঘদিন ছিল বন্ধ। এর মধ্যেই শোনা যাচ্ছে জনপ্রিয় টক শো “কফি উইথ করণ” এর সপ্তম সিজন নিয়ে ফিরবেন করণ। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই খুশি তো দূর, রাগে ক্ষোভে ফেটে পড়ছেন দর্শকেরা। কেননা করণের বলিউডে মুখ পুড়েছে অনেকদিনই হল। আসলে, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ( Sushant Singh Rajput) অকাল মৃত্যুতে নাম জড়িয়েছিল করণের।

Karan Johar,করণ জোহর,Coffee With Karan,কফি উইথ করণ,Sushant Singh Rajput,সুশান্ত সিং রাজপুত,Alia Bhatt,আলিয়া ভাট,Ranbir Kapoor,Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত,Vivek Agnihotri,বিবেক অগ্নিহোত্রী

অভিযোগ উঠেছিল প্রয়াত অভিনেতাকে নানাভাবে অপদস্ত করেছিলেন করণ৷ সেই সময় ভাইরাল হয় “কফি উইথ করণ”এর একাধিক পুরনো ভিডিও। যেখানে করণ থেকে শুরু করে আলিয়া ভাট ( Alia Bhatt), সোনম কাপুর সকলকেই দেখা গিয়েছিল সুশান্তকে নিয়ে হাসি ঠাট্টা করতে। সেইসব ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন নেটিজেনদের একাংশ। তাদের মতে সুশান্তের মৃত্যুর অন্যতম কারণ ছিলেন করণ জোহার। তখন থেকেই পরিচালকের বিরুদ্ধে বয়কটের ডাক ওঠে।

Karan Johar,করণ জোহর,Coffee With Karan,কফি উইথ করণ,Sushant Singh Rajput,সুশান্ত সিং রাজপুত,Alia Bhatt,আলিয়া ভাট,Ranbir Kapoor,Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত,Vivek Agnihotri,বিবেক অগ্নিহোত্রী

এমনকি পরিস্থিতি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল যে ইন্সটাগ্রাম থেকে রীতিমতো মুখ লুকোনোর জোগাড় হয়েছিল তার। শুধু তাই নয়, তাকে ঘিরে ছিঃ ছিঃ পড়ে গিয়েছিল সর্বত্র৷ তবে শোনা যাচ্ছে, সমস্ত গুঞ্জন উড়িয়ে খুব শিগগিরই এক্কেবারে নতুন উদ্যোগে নিজের শো নিয়ে ফিরতে চলেছেন করণ জোহর ( Karan Johar)। বর্তমানে “রকি অর রানি কি প্রেম কাহানি” নিয়ে বেজায় ব্যস্ত তিনি। জানা যাচ্ছে, এই ছবির শ্যুটিং শেষ করেই শো-এর শ্যুট শুরু করবেন পরিচালক। ইতিমধ্যেই শো বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥