• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিখ্যাত হয়েও বদলান নি! ছোটবেলার মতোই ঠাকুমার তৈরি আচার চুরি করে খেলেন কোয়েল

কোয়েল মল্লিক,Koel Mallick,Tollywood,টলিউড,আচার,ভাইরাল ভিডিও,pickle,viral video

কোয়েল মল্লিক (Koel Mallick), টলিউডের (Tollywood) এক্কেবারে প্রথম সারির অভিনেত্রী তিনি। ২০০৩ সালে টলিউডের অভিনেতা জিৎ এর সাথে প্রথম ছবি ‘নাটের গুরু’ করেন অভিনেত্রী। ছবিতে অভিনেতা জিৎ ছাড়াও ছিলেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক। প্রথম ছবিই হিট হয়ে যায়, এমনকি টেলি সিনে অ্যাওয়ার্ডস ২০১৪তে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কোয়েল।

সেই যে শুরু তারপর থেকে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন অভিনেত্রী। একেরপর এক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন বাঙালি দর্শকদের। শুধু যে কমার্শিয়াল ছবি তা নয়, ভিন্ন গল্পের নানা স্বাদের ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। বাংলা ছবিটি জগতে জিৎ, প্রসেনজিৎ, দেব থেকে শুরু করে বহু অভিনেতাদের সাথে কাজ করেছেন অভিনেত্রী। এককথায় বলতে গেলে দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে টপ নায়িকা ছিলেন অভিনেত্রী।

কোয়েল মল্লিক,Koel Mallick,Tollywood,টলিউড,আচার,ভাইরাল ভিডিও,pickle,viral video

এরপর ২০১৩ সালে ব্যবসায়ী নিসপাল সিংয়ের সাথে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের পর থেকেই অভিনয়ই জগতে আনাগোনা কমতে থাকে অভিনেত্রীর। ২০১৩ এর পর থেকে খুব কম ছবিতেই দেখা গিয়েছে কোয়েলকে। এরপর ২০২০ সালের ৫ই মে মা হয়েছেন অভিনেত্রী। মা হবার পর জুলাই মাসে করোনা আক্রান্ত হয়ে পড়েন অভিনেত্রী। অবশ্য এরপর সুস্থ হয়ে নিজেকে ফের অভিনয়ের জন্য প্রস্তুত করতে লেগে পড়েন অভিনেত্রী।

কোয়েল মল্লিক,Koel Mallick,Tollywood,টলিউড,আচার,ভাইরাল ভিডিও,pickle,viral video

সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সক্রিয় না হলেও নিজের ও নিজের কাজের নানান ছবি ও ভিডিও শেয়ার করেন মাঝে মধ্যে। ইনস্টাগ্রামে ১৭ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর। তাদেরকে নিজের ছবি ও ভিডিও দিয়ে মাতিয়ে রাখেন। সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েলের ২০২১ সালের প্রথম ছবি ‘ফ্লাইওভার (Flyover)’।

 

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

কিন্তু এত জনপ্রিয়তা, এত খ্যাতি কিন্তু কোয়েলের স্বভাব বিন্দুমাত্র বদলাতে পারেনি। এক্কেবারে ছোটবেলার মতোই রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইন্সটা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি ছোটবেলার স্মৃতি শেয়ার করেছেন।

কোয়েল বলেছেন, ছোটবেলায় যখন তার দিদা বা ঠামমা তেঁতুল, আম, বিভিন্ন মশলা দিয়ে, সরষের তেল দিয়ে মাখিয়ে রোদে দিত। তখন কোয়েল এবং তার ছোড়দি নাকি পুরো প্রসেসটা শেষ হওয়ার আগেই সেই আচার সাবাড় করে দিতেন। আজ এত বছর পরেও তার অন্যথা হল না। এই বলেই ফের আচার মুখে দিলেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥