বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক (Koyel Mallick)। দীর্ঘ অভিনয় জীবনে আজ পর্যন্ত তাকে নিয়ে শোনা যায়নি কোনো বিতর্ক। বরাবরই বিতর্ক থেকে শতহস্ত দূরে থাকেন অভিনেত্রী। শুধু তাই নয় বাংলা ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে হয়েও সিনেমা জগতে পরিচয় তৈরী করেছেন সম্পূর্ণ নিজেরঅভিনয় গুণে।
তাই সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা ব্যক্তিত্বের অধিযকারী কোয়েল। যা বরাবরই আরও বেশি করে মুগ্ধ করে কোয়েলের অনুরাগীদের। একান্নবর্তী পরিপারে বেড়ে ওঠা কোয়েলের পারিবারিক মূল্যবোধও প্রবল। আজ থেকে ২ বছল আগেই কোয়েলের কোল আলো করে এসেছিল একরত্তি কবির (Kabir)। সেই থেকেই একেবারে বদলে গিয়েছে ছেলে অন্ত প্রাণ কোয়েলের গোটা জগৎ।
তাই এখন তিনি শুধুমাত্র অভিনেত্রী নন সেইসাথে তিনি এখন হয়ে উঠেছেন সুপার কুল মমও (Super Mom)।তবে মা হওয়ার সাথে সাথে টলিউডের ব্যস্ত অভিনেত্রী তিনি। তাই মায়ের দায়িত্ব সামলেও নিজের পেশাতেও দারুণভাবে ব্যালেন্স করে চলেন কোয়েল। যা আজকের দিনে যে কোনো কর্মরত মহিলাদের কাছে রীতিমতো অনুপ্রেরণা জোগায়।
তবে শুটিংয়ের চাপ সামলেও ছেলে কবীরের প্রায়োরিটিই থাকে নায়িকার টপ লিস্টে। সেইসাথে এখন নিজের স্বাস্থ্য সম্পর্কেও বেশ সচেতন কোয়েল। নিজের সারাদিনের ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আক্টিভ থাকেন কোয়েল। ভার্চুয়াল জগতে দারুন ফ্যান ফলোয়িং-ও রয়েছে অভিনেত্রীর। তাই কোয়েল তার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করা মাত্রেই তা ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে।
সেখানেই দেখা যায় এত বড়মাপের একজন সেলিব্রেটি হয়েও অহংকারের লেশ মাত্র নেই কোয়েলের মধ্যে। ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ার দৌলতে একথার প্রমান মিলেছে একাধিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে কোয়েল মল্লিকের সাধারণ জীবন যাপনের এমনি একটি দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের (Train) জন্য অপেক্ষা করছেন কোয়েল।
আসলে কিছুদিন আগেই থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন কোয়েল। তাই মনে করা হচ্ছে এই ছবি সেই বিদেশ ঘুরতে যাওয়ারই ছবি. এদিন ওই ছবিতে দেখা যাচ্ছে কোয়েলের পরনে রয়েছে লাল ফ্রক। আর কাঁধে মানানসই সিলিং ব্যাগ। কোয়েলের এই ছবি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। ছবির কমেন্ট সেক্শনে ভালোবাসায় মুড়ে দিয়েছেন তার অসংখ্য অনুরাগী।