• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা নাকি মা কার মতো দেখতে হয়েছে কোয়েল পুত্র কবীর! ছবি দেখে ঠিক করুন আপনি নিজেই

Updated on:

Koel Mallick's son Kabir's recent picture

টলিউডের (Tollywood) প্রথম সারির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। বাংলা সিনেমা জগতের ‘বেল্ট ম্যান’ তথা বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) মেয়ে হয়েও সম্পূর্ণ নিজের চেষ্টাতেই অভিনয় জগতে সাফল্য পেয়েছেন কোয়েল। আজ থেকে প্রায় দু’দশক আগে জনপ্রিয় বাংলা সিনেমা ‘নাটের গুরু’র হাত ধরেই শুরু হয়েছিল কোয়েলের অভিনয় জীবনের।

এই সিনেমায় টলিউড সুপারস্টার জিতের বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছিলেন কোয়েল। সেই শুরু তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বর্তমানে বড় পর্দাতেও দাপিয়ে কাজ করে চলেছেন অভিনেত্রী। এক সন্তানের মা হওয়ার পরেও অভিনয় থেকে বিরতি নেননি কোয়েল। অভিনেত্রী হওয়ার পাশাপাশি কোয়েল কিন্তু ঘোর সংসারী।

টলিউড,Tollywood,কোয়েল মল্লিক,Koel Mallick,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,নিসপাল সিং রানে,Nispal Singh Rane,কবীর,Kabir,এখনকার ছবি,Recent Picture

প্রসঙ্গত ক্যারিয়ারের মধ্য গগনে এসেই  ২০২৩ সালে পরিচালক নিসপাল সিং রানের (Nispal Singh Rane) সাথে গাঁটছড়া  বেঁধেছিলেন কোয়েল। পাঞ্জাবী সেই জামাইকে আপন করে নিয়েছেন কোয়েলের যৌথ পরিবারের সকল সদস্যরাই। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কিন্তু দারুন সফল কোয়েল।

তাই কখনো তিনি আদর্শ মেয়ে,দায়িত্ববান স্ত্রী এবং মমতাময়ী মা। সব মিলিয়ে একজন মেয়ে হিসেবে জীবনের প্রতিটি ধাপেই সফল নায়িকা। প্রসঙ্গত ২০২০ সালে করোনা কালেই লকডাউন চলাকালীনই ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। সেসময়  অনেক ভাবনা চিন্তা করেই ছেলের নাম কবীর (Kabir) রেখেছিলেন কোয়েল।

টলিউড,Tollywood,কোয়েল মল্লিক,Koel Mallick,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,নিসপাল সিং রানে,Nispal Singh Rane,কবীর,Kabir,এখনকার ছবি,Recent Picture

মল্লিক বাড়ির এই খুদে সদস্য এখন সকলের নয়নের মণি। সোশ্যাল মিডিয়ায় কোয়েল সেইভাবে কবিরের ছবি শেয়ার না করলেও। বিশেষ বিশেষ দিনগুলিতে ছেলের সাথে বিশেষ মুহূর্ত শেয়ার করতে ভোলেন না অভিনেত্রী।তবে বর্তমানে ঠিক কতটা বড় হল কোয়েলের ছেলে। বর্তমানে এই খুদে সদস্যের বয়স ৩ বছর।

টলিউড,Tollywood,কোয়েল মল্লিক,Koel Mallick,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,নিসপাল সিং রানে,Nispal Singh Rane,কবীর,Kabir,এখনকার ছবি,Recent Picture

কোয়েল নিজের প্রোফাইল থেকে সেভাবে ছেলের ছবি শেয়ার না করলেও মাঝেমধ্যেই কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক এবং মায়ের সাথেই দেখা যায় ছোট্ট কবীরকে। প্রসঙ্গত স্বামী-সংসার-ছেলে সামলেও ইদানিং চুটিয়ে কাজ করছেন কোয়েল। সদ্য জঙ্গলে মিতিন মাসি সিনেমায় অভিনয় করেছেন নায়িকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥