বাংলা ফিল্ম প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। বাংলার স্বনামধন্য অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে হয়েও সিনেমা জগতে পরিচয় তৈরী করেছেন সম্পূর্ণ নিজের অভিনয় গুণে। শুরু থেকেই অসাধারণ একটা ব্যক্তিত্বের অধিকারী কোয়েল। যা বরাবরই মুগ্ধ করে তাঁর অনুরাগীদের। জানা যায় কোয়েল একটা সময় মনোবিজ্ঞানের ছাত্রী ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেছিলেন তিনি।
একান্নবর্তী পরিপারে বেড়ে ওঠা কোয়েলের পারিবারিক মূল্যবোধও প্রবল। আর এখন তিনি শুধুমাত্র অভিনেত্রী নন সেইসাথে সুপার কুল মমও (Super Mom)। তবে মা হওয়ার পাশাপাশি টলিউডের ব্যস্ততম অভিনেত্রী (Tollywood Actress) কোয়েল। তাই মায়ের দায়িত্ব সামলেও নিজের পেশাতেও দারুণভাবে ব্যালেন্স করে চলেন নায়িকা। যা আজকের দিনে যে কোনো কর্মরত মহিলাদের কাছে রীতিমতো অনুপ্রেরণা জোগায়।
দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন কোয়েল। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে দু’দশক পার করে ফেলেছেন অভিনেত্রী। টলিউড সুপারস্টার জিতের বিপরীতে ‘নাটের গুরু’ সিনেমায় অভিনয় করেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন কোয়েল। প্রথম সিনেমাই এনে দিয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।
কর্শিয়াল সিনেমার পাশাপাশি পরবর্তীতে উপহার দিয়েছেন একাধিক রহস্য রোমঞ্চে ভরপুর নারীকেন্দ্রিক চরিত্র। একদিকে কোয়েল অভিনীত কমার্শিয়াল সিনেমার মধ্যে তালিকায় রয়েছে ‘বন্ধন’, ‘প্রেমের কাহিনী’,‘পাগলু’, ‘হিরোগিরি’,‘১০০% লাভ’ এর মতো সিনেমা। তেমনইঅন্যদিকে ভিন্ন স্বাদের সিনেমার মধ্যে তালিকায় রয়েছে ‘হেমলক সোসাইটি’, ‘মিতিন মাসি’ ইত্যাদি।