বরাবরই পরিবারের মানুষদের কাছাকাছি থাকতে ভালোবাসেন টলি কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। এবছর বাঙালির রবিবাসরীয় ছুটির দিনেই বিশ্বজুড়ে ধুমধাম করে পালন করা হয়েছে বড়দিন। উৎসবের দিনে সকাল থেকেই ব্যস্ততা ঘিরে ধরেছিল অভিনেত্রীকে। বড়দিনের আনন্দে মেতে উঠেছিলেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই।
তাই গোটা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে বড়দিন (Christmas) উদযাপনের একগুচ্ছ ছবি। তাই সেদিক দিয়ে দেখতে গেলে খানিকটা দেরি হয়ে গিয়েছে ব্যস্ত এই টলি অভিনেত্রীর। তাই বড়দিনের উৎসবের মেজাজকে খানিক দীর্ঘায়িত করেই আজ অর্থাৎ মঙ্গলবার সেদিনের সেলিব্রেশানের এক ঝাঁক ছবি ভিডিও কোলাজ করে শেয়ার করলেন অভিনেত্রী।
বড়দিনের সকালেই স্যান্টাক্লজ সেজে উপহারের ঝুলি নিয়ে মেয়ের বাড়িতে হাজির হয়েছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। উপহারের জুলি থেকে একে একে আবদার মেটালেন ছোট্ট কবিরের। কিন্তু মেয়ের করা শাসনে ভাগ পেলেন না মিষ্টি কেক-চকলেটের।
বড়দিনে বাড়িতেই পার্টির আয়োজন করেছিলেন কোয়েল আর রানে। হাজির ছিল কবীরের একঝাঁক কচিকাঁচা বন্ধুদের দল। কেক কাটার ভিডিওতে দেখা গিয়েছে তাদের। সবাই মিলন মেতেছিলেন মজার খেলায়। পরিবারের সকলের সাথে হইহই করে দিনটা সেলিব্রেট করার পর বিকেলে ছোট্ট কবিরকে নিয়ে শহরের নামি রেস্তোরাঁ গিয়েছিলেন কোয়েল এবং তার স্বামী নিসপাল সিং রানে।
View this post on Instagram
সেখানে কোয়েলের রানে মিলে জোকার এবং সান্টার সাথে আলাপ করিয়ে দেন খুদে কবিরের। সেখানেই মহানন্দে দুহাত দিয়ে চকলেটের সমুদ্র ঘাঁটছিলেন মা-ছেলে। প্রসঙ্গত দেখতে দেখতে তিন বছর বয়স হয়ে গেল ছোট্ট কবিরের। ২০২০ সালে লকডাউনে কোয়েলের কোল আলো করে এসেছিল ছোট্ট কবির। সে বছরও জীবনের প্রথম বড়দিনের ছোট্ট কবিরকে নিয়ে চুটিয়ে আনন্দ করেছিলেন অভিনেত্রী।