টলিউডের (Tollywood) প্রথম সারির অভিনেত্রীদের নামের তালিকা যদি তৈরি করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) মেয়ে কোয়েল মল্লিকের (Koel Mallick)। তারকাসন্তান হলেও নিজের অভিনয়ের মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি। আদায় করেছেন দর্শকদের ভালোবাসা। যদিও গত প্রায় দেড় বছর ধরে পর্দায় দেখা নেই কোয়েলের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি।
সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন রঞ্জিত কন্যা। মাঝেমধ্যেই সেখানে নিজের জীবনের নানান মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়াতেই খোলামেলা পোশাকে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর সেগুলি দেখেই কটাক্ষ (Troll) করতে শুরু করে দিয়েছেন নেটিজেনদের একাংশ।
আসলে কোয়েল এমন একজন অভিনেত্রী যাকে খোলামেলা পোশাকে সচরাচর দেখা যায় না। দর্শকদের একাংশের কাছে তাই কোয়েল মানেই ‘ভদ্র মেয়ে’। এবার সেই অভিনেত্রীকেই বোল্ড লুকে দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে তাঁদের।
সম্প্রতি কোয়েলের শেয়ার করা পোস্টে দেখা গিয়েছে, বাদামি রঙের একটি লেদারের শর্ট ড্রেস পরে রয়েছেন তিনি। অফ শোল্ডার এই ড্রেসের সঙ্গে বান করে চুল বেঁধেছেন তিনি। ওয়েস্টার্ন পোশাক এবং মানানসই মেক আপে বেশ সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে। কোয়েলের একেবারে নতুন লুকে দেখে নেটিজেনদের একাংশ প্রশংসায় ভরিয়ে দিলেও অনেকে বিষয়টি ভালোভাবে নেননি।
View this post on Instagram
কেউ কেউ যেমন লিখেছেন, কোয়েলকে এমন পোশাকে দেখতে হবে তা কখনও ভাবেননি। একজন নেটাগরিক তো আবার সরাসরি লিখেছেন, ‘ছিঃ… তোমাকে এরকম আশা করিনি। ইন্ডাস্ট্রিতে একমাত্র তোমাকেই ভদ্র মেয়ে বলে জানতাম। দিনে দিনে তুমিও নীচে নেমে যাচ্ছো!’
যদিও নিন্দুকরা নানান কথা বললেও কোয়েলের অনুরাগীরা কিন্তু তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। টলিপাড়ার বহু তারকারাও অভিনেত্রীর এই নতুন লুকের প্রশংসা করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে ঐন্দ্রিলা সেন- কোয়েলের এই ছবিতে ভালোবাসা জাহির করেছেন ইন্ডাস্ট্রির বহু তারকা।