টলিপাড়ার সুন্দরী অভিনেত্রীদের কথা উঠলে সবার আগেই নাম আসে কোয়েল মল্লিকের (Koel Mallick)। একসময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কোয়েল থাকলেই সুপারহিট হাত সিনেমা। অভিনেত্রী বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। আর তাদের বাড়ি মল্লিকবাড়িও (Mallick House) বেশ বিখ্যাত। প্রতিবছর ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন হয় সেখানে। পুজোর কদিন সেলেব্রিটি নয় একেবারে সাধারণ মানুষের সাথে মিশে উৎসবে মেতে ওঠেন সকলে। সম্প্রতি ভাইফোঁটাতেওঁ (Bhai Phota) সেই একই আমেজ দেখা গেল মল্লিকবাড়িতে।
বৃহস্পতিবার বাড়ির সব ভাই বোনরা মিলে একসাথেই ভাইফোঁটা উদযাপন করেছে। এই বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মেডীতে শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে বাড়ির বড়রা তো বটেই রয়েছে ছেলে কবীরও (Kabir)। ছবি দেখলেই বোঝাযাচ্ছে ভাইফোঁটায় তার উৎসাহ কিন্তু দেখাবার মত ছিল। আর হবে নাই বা কেন? এটাই যে কবীরের প্রথম ভাইফোঁটা।
এদিন পাঞ্জাবি পরে দেখা যাচ্ছে ছোট্ট কবীরকে। সুন্দর করে সেজেগুজে দিদির থেকে ফোঁটা নিয়েছে সে। অবশ্য দিদি কবীরের থেকে যে খুব বড় নয় সেটা ছবি দেখেই স্পষ্ট। ছোটদের এই ভাইফোঁটার বেশ কিছু ছবি নিয়ে সুন্দর একটি কোলাজ বানিয়ে শেয়ার করেছেন কোয়েল। যার ক্যাপশনে লিখেছেন, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’। বলার অপেক্ষা রাখে না মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সেই ছবির অ্যালবাম।
আসলে এবছরের পুজো থেকে পুজো পরবর্তী উৎসব সবটাই একটি স্পেশাল মল্লিক পরিবারের জন্য। কারণ প্রতিবছর দুর্গাপুজোয় মল্লিকবাড়ির দরজা খুলে যায় সাধারণ লোকেদের জন্য। কিন্তু বিগত দুবছর করোনার কারণে সেটা হয়নি, তারপর এবছরেই আবারও পুরোনো ছন্দে আয়োজন হয়েছে পুজোর।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০২০ সালে মা হয়েছিলেন কোয়েল মল্লিক। মে মাসে তাঁর কোল আলো করে এসেছিল কবীর। অর্থাৎ দেখতে দেখতে দুবছর বয়স হয়ে গেল কবীরের। তবে নিয়মের মধ্যে না বেঁধে খুদেদের সাথে কবীরকেও ভাইফোঁটার উৎসবে সামিল করেছেন অভিনেত্রী। অবশ্য এর আগে দুর্গাপুজোতেও দাদুর কোলে বসে কাঁসর বাজাতে দেখা গিয়েছে তাকে। কোয়েল জানান দাদু-নাতি বেশ ভালোই জমেছে, একেঅপরকে ‘গুরু’ বলে ডাকে দুজনে।