• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জীবনের কিছু সিক্রেট শেয়ার করলেন কোয়েল, মুহূর্তে ভাইরাল অভিনেত্রীর ভিডিও

Published on:

কোয়েল মল্লিক Koel Mallick Live Video

টলিউড এর প্রথম সারির অভিনেত্রী দেড় মধ্যে কোয়েল মল্লিক (koel mallick) অন্যতম। জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের (ranjit mallick) আদরের কন্যা। ২০০৩ সালে নাটের গুরু ছবির মধ্যে দিয়ে কোয়েল অভিনয় জগতে প্রবেশ করেন। আজ টলিউড এর একজন তীক্ষ্ন অভিনেত্রী তিনি। কোয়েল মল্লিক এমন একজন অভিনেত্রী যিনি ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন চরিত্রে নিজের দক্ষ অভিনয় দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন।

আজ ‘ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া ডে (world social media day)’। আজ কোয়েল এই বিশেষ দিবসের উৎযাপন করেছেন এক অভিনব উপায়ে। কোয়েল মল্লিক তার ফ্যানস দের হতাশ করেন না কখনো। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কোয়েল মল্লিকের ইনস্টাগ্রামে  ১৬ লক্ষেরও বেশি ফলোয়ার্স বর্তমান। তিনি সর্বদাই নিজের ছোট ছোট ভিডিও বা ছবি দিয়ে নিজের অনুরাগীদের মন মাতিয়ে রাখেন।

koel mallick shares question answer video,Koel Mallick,কোয়েল মল্লিক,Viral Video,প্রশ্ন উত্তর ভিডিও,Q&A

আজ এই ‘বিশ্ব সামাজিক মাধ্যম দিবসে’ অভিনেত্রী নিজের মতন করে পালন করেছেন দিনটি। তিনি সামাজিক মাধ্যমে বেশি সক্রিয় তাই তিনি এই দিনটি পালন করার মতো একটি সুযোগ হাতছাড়া করতে চাননি। তিনি এই দিবস পালনের সাথে সাথে নিজের অনুরাগীদেরও খুশি করতে চেয়েছেন। নিজের অনুরাগীদের উদ্দেশ্যে সেলেব্রিটিদের জন্য দর্শক কর্তৃক বাছাই করা কিছু প্রশ্নের উত্তর দিয়ে তিনি এই বিশেষ দিন উদযাপন করেন।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

এই প্রশ্ন-উত্তরের ভিডিওটিতে অভিনেত্রীর মনের একটি ইচ্ছারও বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি।  অভিনেত্রী এই প্রশ্ন-উত্তরের  ভিডিয়োয় একটি প্রশ্নে ফেলুদা, কিরীটি এদের ভালোলাগলেও মিতিন মাসি অভিনেত্রীর বেশি প্রিয় জানিয়েছেন। এছাড়াও একটি প্রশ্ন যা ছিল তার ক্যারিয়ার সংক্রান্ত ইচ্ছা নিয়ে যে, “যদি তিনি অভিনেত্রী না হতেন তবে কি হতেন।” এহেন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনেত্রী বেশ আনন্দিত হয়ে বলেছেন তিনি অভিনেত্রী না হলে, তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হতেন।

অভিনেত্রীর এরূপ ছোট খাটো সুপ্ত ইচ্ছার বহিঃপ্রকাশে তার অনুরাগীরা বেশ আনন্দিত হয়েছেন। অভিনেত্রীর ভিডিওটি সেই কারণে বেশ ভাইরাল হয়ে পড়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ২২ হাজারেরও বেশি দর্শক হয়ে গিয়েছে ভিডিওটিতে। পাশাপাশি অসংখ্য মন্তব্যে ভেসে গিয়েছে ভিডিওর কমেন্ট বক্স।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥