• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের আদরে বেজায় খুশি কবীর! কোয়েলের কোলে উঠে খিলখিলিয়ে হাসছে ‘সানসাইন’

Published on:

সদ্য মা হয়েছেন টলি ডিভা কোয়েল মল্লিক। সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নন অভিনেত্রী৷ ব্যক্তিগত জীবনকেও তিনি ‘ব্যক্তিগত’ রাখতেই বেশি পছন্দ করেন। কোয়েলের পরপরই মা হয়েছে রাজ ঘরণী শুভশ্রী বন্দোপাধ্যায়। রাজ-শুভশ্রীর পুত্র ইউভান সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হয়ে উঠেছে ছোটখাটো তারকা। কিন্তু কোয়েল পুত্র কবীর কিন্তু বরাবরই প্রচার বিমুখ। জন্মের প্রায় ৫ মাস পর নিজের ছেলের নাম ঠিক করে তার সঙ্গে দ্বিতীয় ছবি প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। দীর্ঘ প্রতিক্ষার পর মহাষ্টমীর সকালে স্বামী নিসপাল সিং এবং খুদের সঙ্গে ছবি পোস্ট করে কোয়েল জানিয়েছিলেন,’ওর নাম কবীর।’

খুদেকে দেখার জন্য কোয়েল অনুগামীদের কৌতুহলের শেষ নেই। অবশেষে, ভক্তদের মন রাখতে ছেলে কবীরের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। ছোট্ট কবীর সেজেছে হলুদ পাঞ্জাবিতে। মায়ের কোলে উঠে বেজায় খুশি সে। আর কোয়েলের মুখেও ঝড়ে পড়ছে স্নেহের হাসি। মা-ছেলের এই মিষ্টি ছবি মন কেড়েছে নেটিজেনদের। ছবিটি শেয়ার করে ক্যাপশনে কোয়েল লিখেছেন, ‘সানসাইন’।

ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় উপচে পড়েছে কোয়েলের কমেন্ট বক্স। ইতিমধ্যেই দু তিনটি ছবিতেই ইউভানের মত জনপ্রিয় হয়ে উঠেছে কবীর। কোয়েলের এই ছবিতে টলি পাড়ার ‘সেক্সি মাম্মা’ শুভশ্রী গাঙ্গুলি কমেন্টে লিখেছেন ‘কিউটি পাই’। এছাড়াও অগুনতি ভক্তরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।করোনা প্রকোপ কাটিয়ে ইতিমধ্যেই পুরোনো রোজনামচায় ফিরে জোরকদমে জুম্বার ট্রেনিং নিচ্ছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥