• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুঁচকে সান্টা ক্লজের সাজে ছোট্ট কবিরকে নিয়ে মেতে উঠেছেন অভিনেত্রী কোয়েল

Published on:

Koel Mallick কোয়েল মল্লিক Kabir কবির

এবছর টলিউড (Tollywood) এ অনেক খুশির খবর এসেছে। বহু তারকারা বিয়ে করেছেন তো অনেকেই মা হয়েছেন। এবছরেই মা হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। মল্লিক পরিবারে ছোট্ট প্রাণের আগমনে ভরে উঠেছিল গোটা বাড়ি। শুভেচ্ছার জোয়ারে ভেসেছিল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া। কিন্তু মা হবার পরেই করোনা রোগে আক্রান্ত হন কোয়েল। অবশ্য সেফ ছিল কোয়েল পুত্র কবির। এর পর কঠিন রোগ  কোরোনাকে জয় করে সুষ্ঠ হয়ে ওঠেন অভিনেত্রী কোয়েল।

Koel Mallick কোয়েল মল্লিক Kabir কবির

স্বামী সন্তানকে নিয়ে দীর্ঘ সময় কোয়ারেন্টাইন কাটিয়েছিলেন অভিনেত্রী। এমনকি বাঙালির সেরা পুজো দুর্গাপুজোতেও খেয়াল রেখেছিলেন সাবধানতার কথা। ছোট্ট কবির সিং কে নিয়ে এটাই ছিল কোয়েলের প্রথম দুর্গাপুজো। তাছাড়া দুর্গাপুজোর অষ্টমীর দিনেই ছেলের নাম করেন করেন অভিনেত্রী।

Koel Mallick কোয়েল মল্লিক Kabir কবির

মা হবার জন্য দীর্ঘদিন অভিনয় জগতের থেকে বিচ্ছিন্ন ছিলেন অভিনেত্রী। কিন্তু আর না এবার উঠেপড়ে লেগেছেন নিজেকে একেবারে ফিট অ্যান্ড ফাইন করার জন্য। খুব শীঘ্রই হয়তো কোনো ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই নিজের থেকে শুরু করে ছোট্ট কবিরের ছবি শেয়ার করেছেন। আবার নিজের এক্সসারসাইজ ও জুম্বা নাচের ভিডিও শেয়ার করেছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)।

Koel Mallick কোয়েল মল্লিক Kabir কবির

সম্প্রতি অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে ছোট্ট কবিরের সাথে খুনসুটিতে মেতে উঠেছেন  অভিনেত্রী। বড়দিন উপলক্ষে সান্তা ক্লজের সাজে সেজে উঠেছে ছোট্ট কবির। সান্তা ক্লজের মতোই লাল ড্রেস আর মাথায় ছোট্ট তুপি নিয়ে খিল খিলিয়ে হাসছে কবির। আবার একটি ছবিতে মা কোয়েলের সাথে দারুন খুশি দেখা যাচ্ছে কবিরকে। কোয়েলের সাথে ছোট্ট কবিরের এই ছবি শেয়ার হবার পর ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥