• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মন মানে না’র সময় দেবের সঙ্গে বাসে এই কাণ্ড ঘটিয়েছিলেন! মনে পড়তেই লজ্জায় লাল কোয়েল, রইল ভিডিও

Published on:

Mon Mane Na,Koel Mallick,Tollywood,entertainment,কোয়েল মল্লিক,মন মানে না,টলিউড,বিনোদন

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম নামী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সিনিয়র অভিনেত্রীও বটে। জিতের বিপরীতে ‘নাটের গুরু’ ছবি দিয়ে কেরিয়ার শুরু হয়েছিল রঞ্জিত মল্লিকের কন্যার। এরপর থেকে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। স্ক্রিন শেয়ার করেছেন জিৎ, দেব, যীশু সেনগুপ্ত, পরিমব্রত চট্টোপাধ্যায়- সকলের সঙ্গেই।

জিৎ ছাড়া কোয়েলের সঙ্গে সবচেয়ে বেশি যে নায়কের রসায়ন দর্শকদের সবচেয়ে পছন্দের তিনি হলেন দেব। ‘মন মানে না’ (Mon Mane Na) থেকে শুরু করে ‘পাগলু’- টলিপাড়ার এই সুপারহিট জুটি একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বহু ছবিতে। সম্প্রতি কোয়েল ‘মন মানে না’র সঙ্গে জড়িত একটি বিশেষ স্মৃতি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

Koel Mallick

দেখতে দেখতে প্রায় ১৪ বছরহয়ে গিয়েছে ‘মন মানে না’ রিলিজ করেছে। তবে এখনও এই ছবি দর্শকদের একাংশের কাছে যেন ইমোশন। এবার সেই ছবি নিয়ে কোয়েল যে মজার কাহিনী শেয়ার করেছেন তা শুনে চোখ কপালে উঠেছে অনেকের। এমনকি নায়িকা এখন গল্পটি বলার সময় হাসলেও সেই সময় লজ্জায় একেবারে লাল হয়ে গিয়েছিলেন তিনি।

কোয়েল মাঝেমধ্যেই ‘কোয়েল কথা’ নামে নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানান ঘটনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এমনিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি চর্চা পছন্দ করেন না অভিনেত্রী। কিন্তু মাঝেমধ্যে তিনি যে স্মৃতিচারণা করেন তা অনুরাগীদের বেশ পছন্দের। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে ‘মন মানে না’ সংক্রান্ত একটি স্মৃতিচারণা করেছেন নায়িকা।

Mon Mane Na

‘মন মানে না’ ছবির মাসের দৃশ্যের কথা হয়তো এখনও দর্শকদের মনে থাকতে পারে, সেই দৃশ্য সংক্রান্তই একটি স্মৃতিচারণা করেছেন কোয়েল। সেই বাসে দেবের সিট বুক করাই ছিল। কিন্তু তিনি বাসের পিছনের সহযাত্রীদের সঙ্গে ঝগড়া করতে ব্যস্ত ছিলেন। এদিকে কথা ছিল, কোয়েল তাঁর সিটে উঠে বসে পড়বেন। পরিচালকের এই নির্দেশ মতোই বাসের দৃশ্যের শ্যুটিং শুরু হয়। কোয়েল বাইরে দাঁড়িয়ে ছিলেন। নির্দেশ পেলেই বাসে ওঠার কথা ছিল তাঁর।

রঞ্জিত কন্যা জানান, ভেতরে এত জোরে আওয়াজ হচ্ছিল যে তিনি ‘কিউ’ শুনতে পাচ্ছিলেন না। শেষে অনেকক্ষণ ধরে ব্যর্থ চেষ্টা করার পর তিনি আকাশের দিকে তাকান। আর ব্যস, আকাশের দিকে তাকিয়েই আকাশকুসুম নানান চিন্তা শুরু করে দেন তিনি। এদিকে পরিচালক সুজিত গুহ তো অভিনেত্রীর নাম ধরে ডেকেই যাচ্ছেন। শেষে হুঁশ ফিরতেই শট দিতে চলে যান নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

শট দেওয়ার পর পরিচালক কোয়েলকে জিজ্ঞেস করেছিলেন যে কোথায় হারিয়ে গিয়েছিলেন তিনি? আর একটু দেরি হলেন শটটাই হতো না। সেদিন নাকি নিজের কান মুলে নিজেকে শাসন করেছিলেন অভিনেত্রী। সেই সঙ্গেই ঠিক করেছিলেন, শ্যুটিংয়ের সময় যাতে এমনটা না হয় সেদিকে খেয়াল রাখবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥