টলিউড (Tollywood) অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) বরাবরই নানান মজার কান্ড কারখানা ঘটিয়ে উঠে আসেন শিরোনামে। সম্প্রতি তেমনই এক অদ্ভুত কান্ড ঘটিয়েছেন অঙ্কুশ। যার জন্য এদিন তাঁকে প্রকাশ্যে ধমক দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)।
প্রসঙ্গত এখনকার দিনে অভিনেতা অভিনেত্রীরা সিনেমার প্রচারের জন্য নানান কৌশল অবলম্বন করে থাকেন। একথা কমবেশি সকলেরই জানা। যার অন্যতম মূল উদ্দেশ্য হল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। সম্প্রতি এমনটাই করেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও (Oindrila Sen)।
আগামী মাসেই অর্থ ১৪ই এপ্রিল মুক্তি পেতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত সিনেমা ‘লাভ ম্যারেজ’ (love Marriage)। কিছুদিন আগেই সিনেমার প্রচারের সাথে নিজেদের বিয়ের খবর জড়িয়ে একেবারে ‘ঘেঁটে ঘ’ করে দিয়েছিলেন এই জুটি। যা সিনেমার প্রমোশনের অন্যতম অঙ্গ হলেও অনুরাগীদের একাংশ বিষয়টাকে সত্যি ভেবে নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছিল।
অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁদের শুভাকাঙ্খীরা। আর এবার সিনেমার প্রচারে আরও এক অভিনব পন্থা অবলম্বন করলেন অভিনেতা। প্রসঙ্গত এই সিনেমায় অংকুশের বাবার চরিত্রে অভিনয় করছেন টলিউডের অভিজ্ঞ অভিনেতা তথা ‘বেল্টম্যান’ রঞ্জিত মল্লিক (Ranjit MAllick)। আর তাঁর বিপরীতে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)।
সিনেমার কাহিনী অনুযায়ী রিয়েল লাইফের মতই অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ের কথা প্রায় পাকা। কিন্তু এমন সময় ঘটে এক অদ্ভুত কান্ড। নতুন করে প্রেমের পরশ লাগে খোদ নায়ক-নায়িকার বাবা মায়ের মনে। যার ফলে প্রেমিক প্রেমিকার সম্পর্ক আচমকাই ভাই বোনের সম্পর্কে বদলে যাওয়ার আশঙ্কা তৈরী হয়।
এদিন সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ নিজের অনস্ক্রিন বাবা রঞ্জিত মল্লিকের চেয়ারে বসে থাকার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন ‘আলাপ করিয়ে দি। আমার বাবা। মহিম সান্যাল। নিজের ছেলের রাতের ঘুম উড়িয়ে এমন শান্তিতে স্টাইল মেরে বসে আছেন যেনো রঞ্জিত মল্লিক’।
অঙ্কুশের এই পোস্ট নজরে পড়ে রঞ্জিত মল্লিকের মেয়ে তথা টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের। বাবাকে নিয়ে এমন লেখা দেখেই পাল্টা মন্তব্য করেই এদিন কোয়েল লেখেন ‘ওনার সঙ্গে পাঙ্গা নিও না। মুশকিলে পড়বে’! যদিও কোয়েল রসিকতা করেই এই মন্তব্য করেছিলেন।