• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের জন্য দারুন খবর, পর্দায় ফিরছেন কোয়েল, নববর্ষে সুখবর দিলেন অভিনেত্রী

Published on:

Koel Mallick New movie Miti Masi coming on Durgapuja 2023

ইদানিং টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে প্রথম সারির সুন্দরী অভিনেত্রী তো অনেকেই আছেন। কিন্তু কোয়েল মল্লিকের (Koel Mallick) মতো রুচিশীল প্রতিভাবান অভিনেত্রী কিন্তু হাতেগোনা। সারাক্ষণ হাসি লেগে থাকা  সদাহাস্য এই অভিনেত্রী আজ শুধু অভিনেত্রী নন। এখন তিনি এক ছেলের মা। স্বামী সন্তান সামলেও বহুদিন এবার বড়পর্দায় ফিরতে চলেছেন কোয়েল।

আর তাঁর হাত ধরেই আরও একবার প্রেক্ষাগৃহে ফিরছেন বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় মহিলা গোয়েন্দা চরিত্র মিতিন মাসি (Mitin Mashi)। এবারের পুজোয় জঙ্গলে ঘেরা পরিবেশে রহস্যের সমাধানে পাড়ি দেবেন মিতিন মাসি। শনিবার বছরের শুরুর দিনেই প্রকাশ্যে এসেছে কোয়েল মল্লিকের আসন্ন সিনেমা ‘জঙ্গলে মিতিন মাসি’র ট্রেলর।

এদিন সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার অফিসিয়াল পোস্টার শেয়ার করে কোয়েল লিখেছেন ‘এবার পুজোয় জঙ্গলে পাড়ি দেবে মিতিন’। অরিন্দম শীলের পরিচালনায় অনুরাগীদের দীর্ঘ ৪ বছরের অপেক্ষর অবসান ঘটিয়ে আরও একবার সেলুলয়েডের পর্দায় আসছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা জনপ্রিয় গোয়েন্দা চরিত্র।

Koel Mallick

জানা যাচ্ছে কোয়েলের এই আসন্ন সিনেমাটি সুচিত্রা ভট্টাচার্যের লেখা সারান্ডায় শয়তানের গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই কোয়েল ভক্তদের মধ্যে উচ্ছাস তৈরী হয়েছে চোখে পড়ার মতো। তবে এই নতুন সিনেমার প্রযোজনায় আসতে চলেছে বিরাট বদল। কারণ জানা যাচ্ছে কোয়েল অভিনীত এবারের এই সিনেমাটির প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মসের নয় বরং থাকছে ক্যামেলিয়া প্রোডাকশনস।

 

টলিউড,Tollywood,কোয়েল মল্লিক,Koel Mallick,মিতিন মাসি,Mitin Mashi,কামব্যাক,Comeback,বড়পর্দা,Bigscreen,গোয়েন্দা চরিত্র,Ditective Role

প্রসঙ্গত এর চার বছর আগে ২০১৯ সালের দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল কোয়েল অভিনীত মিতিন মাসির প্রথম সিনেমা। এই চরিত্রে কোয়েলের নিখুঁত অভিনয় আর দুর্দান্ত অ্যাকশন অনায়াশেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। তাই এই সিনেমা মুক্তির পরের বছর অর্থাৎ ২০২০ তেই দ্বিতীয় সিনেমা মুক্তির কথা ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

কিন্তু কোয়েলের অন্তঃসত্ত্বা এবং অতিমারীর কারণে এই সিনেমার শুটিং পিছিয়ে যায়। তবে সূত্রের খবর এবার সব ঠিক থাকলে মে মাস থেকেই শুরু হবে এই সিনেমার  শ্যুটিং। জানা গিয়েছে প্রথমে কলকাতায় শ্যুটিং সারার পর এই সিনেমার টিম রওনা দেবে  সারান্ডা এবং দলমার মতো মালভুমি অঞ্চলে। উল্লেখ্য ইতিপূর্বে কোয়েলকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত পরমব্রত চট্টোপাধ্যায়ের সিনেমা  ‘বনি’-তে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥