• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

 ইন্ডাস্ট্রিতে ১৯ বছর পার কোয়েলের! প্রথম শট দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে 

টলিউডের (Tollywood) প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক (Koyel Mallick)। বাংলা ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে হয়েও সিনেমা জগতে পরিচয় তৈরী করেছেন সম্পূর্ণ নিজের অভিনয় গুণে। শুরু থেকেই সব মিলিয়ে অসাধারণ একটা ব্যক্তিত্বের অধিকারী কোয়েল। যা বরাবরই  মুগ্ধ করে কোয়েলের অনুরাগীদের।

একান্নবর্তী পরিপারে বেড়ে ওঠা কোয়েলের পারিবারিক মূল্যবোধও প্রবল। আর এখন তো তিনি শুধুমাত্র অভিনেত্রী নন সেইসাথে তিনি এখন সুপার কুল মমও (Super Mom)। তবে মা হওয়ার পাশাপাশি টলিউডের ব্যস্ত অভিনেত্রী কোয়েল। তাই মায়ের দায়িত্ব সামলেও নিজের পেশাতেও দারুণভাবে ব্যালেন্স করে চলেন নায়িকা। যা আজকের দিনে যে কোনো কর্মরত মহিলাদের কাছে রীতিমতো অনুপ্রেরণা জোগায়।

   

কোয়েল মল্লিক,Koyel Mallick,টলিউড,Tollywood,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,সৌমিত্র চট্টোপাধ্যায়,Soumitra Chatterjee,জিৎ,Jeet,নাটের গুরু,Nater Guru

নিজের দীর্ধ অভিনয় জীবনে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন কোয়েল। জুটি বেঁধেছেন টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিতের সাথে। দেখতে দেখতে নিজের অভিনয় জীবনের ১৯ বছর পার করে ফেলেছেন অভিনেত্রী। গতকাল অর্থাৎ সোমবার কেরিয়ারের ২০ তম বছরে পদার্পন করেছেন অভিনেত্রী।

কোয়েল মল্লিক,Koyel Mallick,টলিউড,Tollywood,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,সৌমিত্র চট্টোপাধ্যায়,Soumitra Chatterjee,জিৎ,Jeet,নাটের গুরু,Nater Guru

এই বিশেষ দিনেই জিতের (Jeet) বিপরীতে প্রথম সিনেমা ‘নাটের গুরু’ (Nater Guru) -তে প্রথম শট দিয়েছিলেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানিয়েছেন তাঁর প্রথম ছবির শুভ মহরতের প্রথম শট কেমন ছিল। প্রসঙ্গত জীবনের প্রথম কাজ সবার কাছেই স্পেশাল হয়। ব্যতিক্রম নন অভিনেত্রী কোয়েল মল্লিকও। এই সিনেমার সময় কোয়েল নাকি সবে সাইকোলজি নিয়ে গ্র্য়াজুয়েশন করেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)


তাই গতকাল সেই অভিজ্ঞতার কথা জানিয়েই অভিনেত্রী বলেছেন ‘আমি আমার জীবনে এতগুলো সিনেমা করেছি, কিন্তু নাটের গুরু আমার প্রথম ছবি তাই চিরকাল আমার কাছে স্পেশাল থাকবে এই ছবি’। সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন অনেকদিন ধরেই ওই  ছবির প্রিপারেশন চলেছিল।

কোয়েল মল্লিক,Koyel Mallick,টলিউড,Tollywood,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,সৌমিত্র চট্টোপাধ্যায়,Soumitra Chatterjee,জিৎ,Jeet,নাটের গুরু,Nater Guru

সেইসাথে অভিনেত্রী শুটিঙয়ের পুরোনো স্মৃতিতে ডুব দিয়ে জানান সেসময় তিনি নাকি খুব লাজুক ছিলেন। আর সিনেমার প্রথম শটের শুভ মহরতের দিন সেখানে সেসময় হাজির ছিলেন ইন্ডাস্ট্রির সব পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানরা। কিন্তু কোয়েল মেক আপ রুম থেকে দেরি করে বেরোনোয় টেনশনে পরে গিয়েছিলেন বাবা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। সেদিন নাকি ওই স্টুডিওতে শুটিংয়ের জন্য হাজির ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। তাই তার থেকে আশীর্বাদ নিয়েই জীবনের প্রথম শট দিয়েছিলেন কোয়েল।