• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এ যেন মহালয়ার আগেই অকাল বোধন! ষোলো আনা বনেদিয়ানায় দুগ্গা রূপে ধরা দিলেন কোয়েল মল্লিক

সারাবছর ধরে যে কয়েকটা দিনের জন্য অনেক উৎসাহ আর উত্তেজনা নিয়ে বাঙালিরা অপেক্ষা করে সেটা হল দুর্গাপূজা। দুর্গাপুজোর (Durgapuja) আগে আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষে পথে। কদিন পরেই মহালয়া, উৎসবের আগে কেনাকাটিতে মেতেছে বাঙালিরা। পুজোর কটা দিন সেরা সাজে সাজতে হবে যে। তবে পুজোর আগেই ষোলো আনা বনেদিয়ানায় মুড়ে হাজির টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)।

কলকাতার ভবানীপুরের বনেদি পরিবারের মেয়ে কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) টলিউডের বিখ্যাত অভিনেতা। সাথে মেয়েও ইন্ডাস্ট্রিতে একসময় চুটিয়ে কাজ করে জিতেছেন দর্শকদের মন। দুর্দান্ত অভিনয় থেকে সৌন্দর্য কোয়েলের সবেতেই মুগ্ধ দর্শকেরা। তবে এবার একেবারে দেবীর সাজেই হাজির হলেন অভিনেত্রী।

   

কোয়েল মল্লিক Koel Mallick

বনেদি পরিবারেই মানুষ হয়েছেন কোয়েল। প্রতিবছর তাদের কলকাতার বাড়িতে আয়োজন করা হয় দুর্গাপুজোর। পুজোর কটা দিন বাড়িতে বাবা মায়ের সাথেই কাটান অভিনেত্রী। সেলিব্রিটি থেকে বাড়ির মেয়ে হয়ে নিজের হাতেই সামলান পুজোর আয়োজন থেকে কাজ। সাথে পুজোর ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে যার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন নেটিজেনরা।

কোয়েল মল্লিক Koel Mallick

তবে বছরের তুলনায় এবছর যেন অকাল বোধন হল মল্লিক বাড়িতে। উমা আসার আগেই অপরূপ সাজে হাজির হয়েছেন অভিনেত্রী। সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা পলা, নাকে নথ পরে দেবীর মতোই লাগছে কোয়েল মল্লিককে। বনেদিয়ানার সাজে কোয়েলের এই ছবি শেয়ার করার পরেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ক্যালেন্ডারে দাগ দিয়ে মায়ের প্রতীক্ষায়, আর কিছুদিনের মাত্র অপেক্ষা।’ এমন একটা ছবি ভাইরাল না হয়ে কি আর থাকতে পারে! ছবি ভাইরাল হতে নুসরত জাহান মন্তব্য করেছেন কমেন্টে, লিখেছেন ‘অপূর্ব লাগছে তোমাকে’। অবশ্য নেটিজেনরা বাকি নেই কোয়েলের সৌন্দর্যের প্রশংসা করতে।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

প্রসঙ্গত, প্রত্যেক বছরই বেশ ধুমধাম করে বনেদি স্টাইলে আয়োজন করা হয় মল্লিক বাড়িতে। অতিথি থেকে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয় মল্লিক বাড়ির দরজা। এতে করে দূর্গা দর্শন থেকে অভিনেত্রীকেও সামনে থেকে দেখতে উপচে পড়ত ভিড়। কিন্তু বিগত দুবছর করোনা মহামারীর জেরে সেই রীতি বন্ধ ছিল। তবে এবছর কোরোনার প্রকোপ শেষ বললেই চলে তাই এবার মল্লিক বাড়ির দরজা আবারও উন্মুক্ত হয় কিনা সেটাই দেখার অপেক্ষা।

site