• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়িকা হলেও এক্কেবারে ঘরোয়া কোয়েল মল্লিক! সাক্ষাৎ অন্নপূর্ণা হয়ে বাড়ির পুজোর কাজে ব্যস্ত অভিনেত্রী

Koyel Mallick,tolly queen Koyel Mallick,actress Koyel Mallick,Annapurna Puja,কোয়েল মল্লিক,অভিনেত্রী কোয়েল,Indian film actress,Koyel Mallick fan

বনেদিয়ানায় মোড়া বাংলার সেরা দুর্গা পুজো গুলোর মধ্যে অন্যতম মল্লিক বাড়ি অর্থাৎ কোয়েল মল্লিকের ( Koyel Mallick) বাড়ির পূজো। বরাবরই দুর্গাপুজো নিয়ে কোয়েল মল্লিকের একটা আলাদাই ইমোশন কাজ করে তা ইতিপূর্বে একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী। পৃথিবী ওলোট পালোট হয়ে গেলেও বাড়ির পুজো ছেড়ে কোত্থাও নড়েন না তিনি। শুধু দুর্গা পুজো কেন বাড়ির যেকোনোও আচার অনুষ্ঠানেই তিনি সশরীরে উপস্থিত থাকেন।

লক্ষ্মী ঠাকুরের মতো সেজেগুজে বাড়ির পুজোআর্চাতেও তিনি সবসময় উপস্থিত থাকেন। অনেকেই হয়ত জানতেন না, দুর্গা পুজোর মতোই এই মল্লিক বাড়িতেই হয় মা অন্নপূর্ণার পুজো। ঘটা করে একেবারে মহা সমারোহেই অন্নপূর্ণার আরাধনা হয় সেখানে৷ মল্লিক বাড়ির পুজো আর বাড়ির মেয়ে থাকবে না তা কখনো হয়। পুজোর পরেই মূল আকর্ষণ হল বাড়ির মেয়ে কোয়েল।

Koel Mallick annapurna pujo

এই পুজোতেও যথারীতি স্বমহিমায় উপস্থিত ছিলেন অভিনেত্রী। কোমড়ে শাড়ি জড়িয়ে এক্কেবারে পুজোর কাজে মেতেছিলেন তিনি। কখনো ভোগের সময় কাপড় ধরা, তো কখনও শঙ্খ বাজানো, আবার কখনো প্রদীপের আশীষ সকলের কাছে নিয়ে যাওয়া বাড়ির মেয়ের মতোই পুজোর সব কাজ করেছেন কোয়েল।

Koel Mallick annapurna pujo 1

পরনে তার লাল টুকটুকে একটা শাড়ি, কপালে টিপ, চুল খোলা যেন তিনিই সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তিনি জানিয়েছেন পুজো মানেই তার কাছে বিরাট একটা ব্যাপার। পুজোয় শাড়ি পরতে বেশ ভালোবাসেন কোয়েল।

Koyel Mallick,tolly queen Koyel Mallick,actress Koyel Mallick,Annapurna Puja,কোয়েল মল্লিক,অভিনেত্রী কোয়েল,Indian film actress,Koyel Mallick fan

সম্প্রতি অন্নপূর্ণা পুজোয় নিজের আটপৌরে লুক সামনে আনলেন অভিনেত্রী। এত বড় নায়িকা হলেও পুজোর কাজে তিনি বেজায় পটু যা দেখে প্রশংসার ঝড় উঠেছে নেটপাড়ায়। এক কথায় নজর ফেরানো যাচ্ছে না অভিনেত্রীর দিক থেকে। ছবির নীচে কমেন্ট উপচে পরছে। অনুরাগীরা লিখেছেন বেশ মিষ্টি দেখাচ্ছে অভিনেত্রী, কেউ আবার লিখেছেন বাঙ্গালী সাজে কোয়েল একেবারে অনন্য ও অপরূপ।

 

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥