টলিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক (koel mallick)। বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের (ranjit mallick) কন্যা কোয়েল মল্লিক। ২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবি দিয়ে শুরু করে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন কোয়েল। প্রসেনজিৎ, দেব, জিৎ সহ একাধিক বলিউডের অভিনেতাদের সাথে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী। দুর্দান্ত অভিনয়ের কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে রয়েছে লক্ষাধিক অনুগামী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পর্দায় নিজের ছোটবেলার পুজোর কিছু স্মৃতি শেয়ার করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আসলে গত বছর থেকে শুরু হয়ে এ বছরেও মানুষকে বিচ্ছিন্ন করে রেখেছে করোনা ভাইরাস। দেখতে দেখতে এবছরের দুর্গাপুজোয় বাকি ১০০ দিনেরও কম। পুজো কাছে আসতেই মল্লিক বাড়ির পুজোর কথা মনে পড়েছে অভিনেত্রীর। তাই নিজের ছোটবেলার স্মৃতি গুলোই অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছেন কোয়েল।
ইনস্টাগ্রামের ভিডিওতে অভিনেত্রী বলেন, বাড়ির সবচাইতে ছোট সদস্য ছিলাম আমি। জয়েন্ট ফ্যামিলিতে সর্বদাই দাদা, দিদিদের সাথে আড্ডা, মজা হই হুল্লোড় করে বড় হয়েছেন অভিনেত্রী। কিন্তু পুজোর সময় তাকে কেউ পাত্তা দিত না! বাড়ির কাছেই ছিল নর্দান পার্ক। সেখানে দুর্গাপুজোয় সকলে মিলে ঘুরতে যাবার প্ল্যান হত। কিন্তু কোয়েল ছোট থাকায় তাকে পাত্তা না দিয়েই দাদা দিদিরা ঘুরতে বেরিয়ে পড়েছিল।
এই দেখে তুমুল কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। ছোট্ট কোয়েলকে কাঁদতে দেখে মেজো জ্যেঠু তাকে ঘুরতে নিয়ে যেতে রাজি হন। রাজি হয়ে যান কোয়েল কারণ ফুচকা খাওয়বে বলেছে মেজো জ্যেঠু। এরপর ঘুরতে বেরিয়ে ৫০টা ফুচকা খেয়েছিলেন ছোট্ট কোয়েল। এই কথা বলার আগে অবশ্য অভিনেত্রী নিজে আগেই বলেছেন, ‘কেউ বিশ্বাস করবে না আমি জানি! তবে আমি কিন্তু সত্যি কথা বলছি’।
View this post on Instagram
এরপর কোয়েল বলেন, ‘আমি সেদিন ৫০টা ফুচকা খেয়েছিলাম কাঁদো কাঁদো মুখ করে। যদিও খাওয়াটা উচিত হয়নি একটু অন্তত লজ্জা পাওয়া উচিত ছিল। তবে সেদিন লজ্জা মাথায় ছিল না। জ্যেঠু ২৫টা মত ফুচকা খাওয়ার পর রীতিমত জিজ্ঞাসা করতে থাকে আর খবিতো? তখন অভিনেত্রী খাবো তো খাবো তো বলে খেয়েই যাচ্ছিলেন’। ছোট্ট বেলার দুর্গাপুজোর এই মজার টুকরো স্মৃতি অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন অনুগামীদের সাথে।
অভিনেত্রীর ছোট বেলার এমন ফুচকাপ্রেমের কাহিনীর ভিডিও কিন্তু শেয়ার হবার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ভিডিও শেয়ার হবার কয়েক ঘন্টার মধ্যেই দর্শকদের সংখ্যা প্রায় লক্ষ ছুঁই ছুঁই। আসলে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমত মুখিয়ে থাকেন অভিনেত্রীর ছবি বা ভিডিও আপলোড হবার জন্য।