• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাতৃ রূপে সংস্থিতা! মহালয়ার পুণ্য লগ্নে মহিষাসুরমর্দিনী কোয়েল, রইল সম্প্রচারের সময়

জল্পনায় শিলমোহর দিয়েছিলেন আগেই। এবার সমস্ত অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে দুর্গারূপে (Durga) ধরা দিলেন টিভির পর্দায় ধরা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। স্টার জলসার (Star Jalsha) মহালয়ার (Mohaloya) প্রমোতে দুর্গতিনাশিনী রূপে হাজির টলিউড (Tollywood) অভিনেত্রী কোয়েল কোয়েল মল্লিক। এদিন স্টার জলসার  তরফে  মহালয়ার (Mohaloya) প্রোমো শেয়ার করে লেখা হয়েছে ‘১৪ অক্টোবর, শনিবার মহালয়ার পূণ্যলগ্নে দেখুন ‘যা দেবী সর্বভূতেষু’ ঠিক ভোর ৫ টায়’।

প্রোমোতে মহিষাসুরমর্দিনী রূপে টেলিভিশনের পর্দায় হাজির কোয়েল মল্লিকের  নজরকাড়া লুক এরইমধ্যে মন জয় করে নিয়েছে বাংলার দর্শকদের। তাই প্রকাশ্যে আসা প্রোমো ভিডিওর কমেন্ট সেকশনে অভিনেত্রীকে ভালোবাসার ভরিয়ে দিয়েছেন অসংখ্য অনুরাগী। প্রসঙ্গত কবিরের মা হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার দুর্গা সাজছেন কোয়েল। এর আগে কালার্স বাংলাতে দুর্গতিনাশিনী রূপে ধরা দিয়েছিলেন তিনি।

   

টলিউড,Tollywood,কোয়েল মল্লিক,Koel Mallick,দুর্গা,Durga,স্টার জলসা,Star Jalsha,মহালয়া,Mohaloya,নতুন প্রোমো,New Promo

তবে তার আগেও  একাধিকবার দুর্গার রূপে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। প্রতিবারই তার অনবদ্য উপস্থাপনা মন জয় করে নিয়েছে বাংলার দর্শকদের। জানা যাচ্ছে  এবছর স্টার জলসার মহালয়া প্রযোজনার দায়িত্ব রয়েছে, সুরিন্দর ফিল্মসের ওপর।  আগে ২০২১ সালে কালার্স বাংলার পর্দায় দুর্গার রূপে দেখা গিয়েছিল কোয়েলকে।

সেই বছর মা হওয়ার পর দুর্গারূপে প্রথমবার ধরা দিয়েছিলেন কোয়েল। প্রকাশ্যে আসা প্রমোতে দেখা যাচ্ছে গা ভর্তি সোনার গয়না, কপালে ত্রিনয়ন আর খোলা চুলে অনবদ্য অসুরদলিনি কোয়েল। আগেই বলেছি আগেও বহুবার কোয়েল দুর্গার রূপে ধরা দিয়েছেন টিভির পর্দায়। এছাড়া অভিনেত্রীর বাড়িতেও প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজো করা হয়।

তাই টিভির পর্দায় দুর্গা সাজার অভিজ্ঞতার কথা জানিয়ে একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন ‘প্রতি বছরই ভোরে উঠে চ্যানেলে মহালয়া দেখা আমাদের সবার অভ্যাস। তবে নিজে মা দুর্গার ভূমিকায় অভিনয় করা সবসময়ই বিশেষ। প্রতিবারই যখন এই চরিত্রে অভিনয় করি, মনে হয় নারীশক্তির আদর্শকে পর্দায় তুলে ধরার দায়িত্ব পালন করছি। ভিতর থেকে একটা অদ্ভুত শক্তি পাই অভিনয়ের সময়।’