• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অন্য ভাবে স্পেশাল এবছরের জন্মদিন! একঝাঁক কচি কাচাদের ট্রিট দিলেন ব্যর্থডে গার্ল কোয়েল মল্লিক

Published on:

Koel Mallick Birthday কোয়েল মল্লিক জন্মদিন

টলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক (Koel Mallick)। বিখ্যাত টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। খুব কম বয়সেই নাটের গুরু ছবি দিয়ে টলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। তবে প্রথম ছবি থেকেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়ে যান কোয়েল। সেই যে শুরু হল তার পর থেকে আর ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে। একেরপর এক কমার্শিয়াল হোক বা ফিচার ফিল্ম নিজের দুর্দান্ত অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন করেছেন প্রতিবারই।

গতকাল অর্থাৎ ২৮শে এপ্রিল ৩৮ বছরে পড়লেন অভিনেত্রী। অবশ্য তাকে দেখে সেটা বোঝার উপায় নেই। কারণ টলিউডের কোয়েল মল্লিক ঠিক যেমন আগে সুন্দরী ছিলেন এখনও তেমনই রয়ে গিয়েছেন। শুধুই যে সফল অভিনেত্রী তা কিন্তু নয়। একজন সফল অভিনেত্রী  হবার পাশাপাশি কোয়েল কিন্তু একজন ভালো গৃহিণীও। তাছাড়া গতবছরই মা হয়েছেন অভিনেত্রী। তবে মা হবার পরে খুব জলদি নিজেকে একেবারে ফিট করে ফেলেছেন অভিনেত্রী।

কোয়েল মল্লিক Koel Mallick

সাধারণত টলিপাড়ায় জন্মদিন মানেই পার্টি, হৈ হুল্লোড় আরো অনেক কিছু। তবে বর্তমানে করোনার যা পরিস্থিতি তাতে এসব কোনো  কিছুই না করে শ্রেয়। তবে ভার্চুয়ালি কিন্তু একত্রিত হওয়া আগের থেকে অনেকটা সোজা হয়ে  গিয়েছে ইদানিং। তাই এবারের জন্মদিনটা একটি অন্যভাবেই স্পেশাল হয়ে উঠলে কোয়েল মল্লিকের কাছে। জন্মদিনটা বাড়িতেই স্বামী আর ছেলেকে নিয়ে উদযাপন করেছেন অভিনেত্রী। তবে সাথে একটি আশ্রমের কিছু  বাচ্চাদের সাথেও কাটিয়েছেন দারুন মুহূর্ত।

আশ্রমের কচি কাঁচাদের সাথে ভার্চুয়ালি জন্মদিনের সেলেব্রেশন করেছেন অভিনেত্রী। নিজের জন্মদিনে তাদের দারুন ট্রিটের পাশাপাশি  তাদের পড়াশোনার জন্য খাতা পেন উপহার দিয়েছেন কোয়েল। আসলে কোয়েল ও তার স্বামী নিসপাল মিলেই এই সমস্ত বাচ্চাদের সমস্ত খরচ দেন। তাই এদের সাথেই নিজের জন্মদিনের খুশি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥