কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ডুপ্লিকেট অরিজিৎ সিংয়ের (Duplicate Arijit Singh) ভিডিও। হুবহু অরিজিতের মতো দেখতে এই যুবকের ভিডিও শোরগোল ফেলে দিয়েছিল সামাজিক মাধ্যমে। ‘কেশরিয়া’ গায়কের সঙ্গে তাঁর মুখের মিল দেখে অবাক হয়ে গিয়েছিলেন অনেকেই। এতদিন পর ফাঁস হল সেই ব্যক্তির আসল পরিচয় (Real identity)।
তারকাদের হামসকল খুঁজে পাওয়া একেবারেই নতুন কোনও বিষয় নয়। এর আগে একাধিক বলিউড তারকার ডুপ্লিকেট দেখেছি আমরা। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে অনুষ্কা শর্মা হয়ে ঐশ্বর্য রাই- সেই লিস্টে নাম রয়েছে অনেকেরই। এবার সেই তালিকারই নবতম সংযোজন হলেন অরিজিৎ। তবে হুবহু গায়কের মতো দেখতে যে ব্যক্তি ভাইরাল (Viral) হয়েছিলেন, তিনি আসলে কে? আজকের প্রতিবেদনে তাঁর আসল পরিচয়ই তুলে ধরা হল।
ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল, শুধুমাত্র অরিজিতের মতো তাঁকে দেখতেই নয়, স্টাইলের দিক থেকেও দু’জনের মধ্যে রয়েছে ব্যাপক মিল। গায়কের মতো মাথার পাগড়ি, চোখে চশমা পরেছিলেন তিনি। ভাইরাল ভিডিওয় সেই ব্যক্তিকে ‘ভুলভুলাইয়া’ ছবির ‘মেরে ঢোলনা’ গানটিতে লিপ সিঙ্ক করতে দেখা গিয়েছিল।
হুবহু অরিজিতের মতো দেখতে এই ব্যক্তিকে এক ঝলক দেখে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো গায়কের ভাই! তবে এবার প্রকাশ্যে এল তাঁর আসল পরিচয়। এতদিন ধরে সেই ব্যক্তির খোঁজ করছিলেন অনেকেই। তবে কিছুতেই খোঁজ পাওয়া যাচ্ছিল না। কেউ কেউ এও বলেছিলেন, সংশ্লিষ্ট যুবক ভিন রাজ্যের বাসিন্দা। তবে এবার জানা গেল, বাইরের কোনও রাজ্যের নয়, তিনি আসলে পশ্চিমবঙ্গেই থাকেন।
হুবহু অরিজিতের মতো দেখতে এই ব্যক্তির নাম প্রদীপ্ত ঘোষ। তিনি উত্তর ২৪ পরগণার বসিরহাটে থাকে। পেশায় একজন টোল ট্যাক্স কর্মী। তাঁর কথায়, মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিওর সৌজন্যে তিনি যে ভাইরাল হয়ে যাবেন তা কল্পনাও করতে পারেননি। যদিও এই ঘটনায় খুশি হয়েছেন বলেই জানান তিনি।
প্রদীপ্ত কথার সূত্র ধরেই বলেন, তিনি অরিজিতের একজন বড় অনুরাগী। সেই জন্য তাঁকে ফলো করে তাঁর গানে লিপ সিঙ্কও করে থাকেন এবং সেই ভিডিও শেয়ার করেন ইউটিউবে। সম্প্রতি এমনই একটি ভিডিও শোরগোল ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে ডুপ্লিকেট অরিজিৎ এও জানিয়েছেন, বসিরহাটের অনেকেই নাকি তাঁকে অরিজিৎ ভেবে ভুল করেন। কেউ কেউ আবার তাঁর সঙ্গে সেলফিও তোলেন।