রেল যাত্রী ও WhastApp ব্যবহারকারীদের জন্য দারুন খবর! এবার থেকে হোয়াটসাপের মেসেজের মাধ্যমেই মিলবে PNR Status। রেলযাত্রীদের জন্য এই বিশেষ সুবিধা নিয়ে এল Railofy। Railofy হল ভারতের প্রথম ওয়েটিং লিস্ট (WL) ও রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সলেশন (RAC) প্লাটফর্ম। Railofy এর নিজস্ব অ্যাপের মাধ্যমে তার ইউজারদের এই তথ্য প্রদান করবে। তবে, এবার এই অ্যাপতি একটি নতুন সুবিধা চালু করেছে। যার সাহায্যে রেল যাত্রীরা Whatsapp এর মাধ্যমেই নিজেদের পিএনএর (PNR) এর রিয়েল টাইম স্ট্যাটাস জানতে পারবেন।
দুর্দান্ত এই সুবিধা পেতে শুধু মাত্র হোয়াটসাপে একটি নম্বরে পাঠাতে হবে পিএনআর। তাহলেই আপনার ট্রেন জার্নি সম্পর্কিত সমস্ত তথ্য ও পিএনআর স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে। এর জন্য ইউজারদের Railofy এর +৯১ ৯৮৮১১৯৩৩২২ এই নম্বরে হোয়াটস্যাপ করতে হবে।
যেকোনো রেল যাত্রার আগে আমরা ১০বারেরও বেশি পিএনআর স্টেটাস চেক করি। জানলে অবাক হবে প্রতি মাসে গুগলে প্রায় ১ কোটি বারেরও বেশি পিএনআর সার্চ হয়। এবার সেই পক্রিয়া আরো সোজা হয়ে গেলো, শুধু পিএনআর নম্বর শেয়ার করুন তাহলেই পেয়ে যাবেন সমস্ত তথ্য। ট্রেনেই সময় সূচি, পরবর্তী স্টেশন, লাইভ স্টেশন সমস্ত তথ্য হোয়াটসাপে পেতে থাকবেন।
এখানেই শেষ নয় সেপ্টেম্বর মাসে Railofy একটি দুর্দান্ত ফিচার এনেছে সেটি হল ইউএসপি। যার ফলে Railofy থেকে কাটা টিকিট কন্ফার্ম না হলে একই দামে ফ্লাইট বা বাসের টিকিট সরবরাহ করবে সংস্থা। সাথে এই অ্যাপের মাধ্যমে টিকেট কাটার সময় এই নিজে থেকেই টিকিটের সবচেয়ে কম দাম খুঁজে বের করে। অ্যাপি ব্যবহারকারীরা তাদের টিকিটের জন্য চাইলে বিশেষ প্রোটেকশনও কিনতে পারেন, যা মাত্র ৫০ টাকা থেকে শুরু। এর জন্য Railofy এর ওয়েবসাইট (www.railofy.com) এ যেতে হবে।