• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঐশর্য রাইকেও সৌন্দর্যে টেক্কা দিতে পারে বিবেক ওবেরয়ের বোন ! রইল তার সেক্সী কিছু ছবি

বিবেক ওবেরয়,বলিউড,বিবেক ওবেরয়ের বোন,বলিউড গসিপ,vivek oberoi,bollywood,bollywood gossip

আজ বলিউডে একডাকে সকলেই চেনেন বিবেককে। কিন্তু শুরুর দিকটা মনে করলে আজও চোখের কোনটা চিকচিক করে ওঠে অভিনেতার। আজ থেকে ১৮ বছর আগে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বিবেক ওবেরয়৷ রাম গোপাল বর্মার ‘কোম্পানি’ ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। একদিকে ছিলেন অন্তরা মালী অন্যদিকে মণীশা কৈরালা। এত স্টারকাস্টের মাঝেও নিজের অভিনয়ের দক্ষতাতেই নিজেকে প্রমাণ করেছিলেন বিবেক ওবেরয়।

বলিউডের বিখ্যাত সুপারস্টারদের মধ্যে একজন হলেন বিবেক ওবেরয়। একাধিক ছবিতে অভিনেতার দুর্দান্ত অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। ক্রিশ ৩ ছবিতে ভিলেনের চরিত্র হোক বা শুটআউট ছবিতে অভিনয় সর্বত্রই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনিটা। কমেডি মুভি গ্রান্ড মস্তি ও গ্রেট গ্রান্ড মস্তি ছবিতেও দারুন অভিনয় করেছিলেন। প্রিন্স ছবিতে ছিলেন হিরোর ভূমিকায়। তবে অভিনয় ছাড়াও নিজের প্রোডাকশন হাউস রয়েছে।

বিবেক ওবেরয়,বলিউড,বিবেক ওবেরয়ের বোন,বলিউড গসিপ,vivek oberoi,bollywood,bollywood gossip

বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইয়ের সাথেও তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায় সর্বত্র। আর ব্লিড গসিপের মোট মুখরোচক বিষয় যেন আর কিছুই হয়না। তাই কয়েক দশক আগের অভিনেতা হলেও তাদের নিয়ে চর্চার কোনও শেষ নেই। তাদের কেরিয়ার, পরিবার , ব্যক্তিগত জীবন সব কিছু নিয়েই লেগে থাকে চর্চা।

বিবেক ওবেরয়,বলিউড,বিবেক ওবেরয়ের বোন,বলিউড গসিপ,vivek oberoi,bollywood,bollywood gossip

তবে আজকের এই প্রতিবেদনে আমরা অভিনেতা বিবেক ওবেরয় নয় ,কথা বলব তার বোনকে নিয়ে। তিনি কোনো ভাবেই বিনোদন জগতের সাথে যুক্ত নয় তবু তার সৌন্দর্য হার মানায় তাবড় তাবড় বলি অভিনেত্রীদেরও।

বিবেক ওবেরয়,বলিউড,বিবেক ওবেরয়ের বোন,বলিউড গসিপ,vivek oberoi,bollywood,bollywood gossip

বিবেক ওবেরয়ের বোন মেঘনা কিছুদিন আগে বিয়ে করেছেন মুম্বইয়ের ব্যবসায়ী মিত বামার সঙ্গে। এতবড় সুপারস্টারের বোন হয়েও খুবই সাধারণ জীবন যাপন করেন তিনি। তিনি একজন সাধারণ হাউজ ওয়াইফ। তার ফ্যাশন সেন্সও অনবদ্য। প্রসঙ্গত ,বলিউড থেকে প্রায় বিদায়ী নিয়ে নিয়েছেন অভিনেতা বিবেক ওবেরয় ,আর কোনও ছবিতেই আর তাকে দেখা যায় না ,কিন্তু একসময় তিনি ছিলেন সুপারস্টার।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥