বলিউড হোক বা টলিউড বাংলা গান বলুন বা হিন্দী সঙ্গীত জগতের এক অতিপরিচিত নাম শান (Shaan)। নিজের দুর্দান্ত গানের মাধ্যমেই কোটি কোটি শ্রোতার মন জিতেছেন তিনি। অরিজিৎ সিং -য়ের জনপ্রিয়তা তো বছর কয়েকের৷ তার আগে তো রোমান্টিক গান বলতে লোকে শানের গানই বুঝত৷ তার সম্পূর্ণ নাম শান্তনু মুখোপাধ্যায় (Shantanu Mukherjee)।
বাংলায় একটি প্রবাদ রয়েছে প্রতিটা সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে। এখন বক্তব্য শানের জীবনকে গুছিয়ে সুন্দর করে রেখেছে কে? তিনি আর কেউ নন শানের বাস্তব জীবনের সঙ্গী তার স্ত্রী রাধিকা মুখোপাধ্যায়। তিনি কোনোও অভিনেত্রী নন, তবুও তার রূপ টেক্কা দিতে পারে আচ্ছা আচ্ছা বলি অভিনেত্রীদেরও।
শানের সাথে তার পেশাগত জীবন সম্পূর্ণ আলাদা। শান পত্নী রাধিকা একজন এয়ার হোস্টেস। দীর্ঘদিন প্রেম করার পরেই সাতপাক ঘোরেন তারা। তাদের আলাপও কিন্তু হয়েছিল বেশ নাটকীয় ভাবে। রাধিকার বয়স যখন মাত্র ১৮ শানের বয়স তখন ২৪৷ একটি পার্টিতেই প্রথম আলাপ হয়েছিল তাদের।
এরপর কথা তার থেকে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম হয়ে সোজা বিয়ে৷ রাধিকার খোলামেলা সরল মন আর মিষ্টি ব্যবহারেই মন মজেছিল শানের। শান প্রথমে এতই লাজুক ছিলেন যে রাধিকাকে প্রস্তাব টুকুও দিতে পারেননি। এরপর সমুদ্রকে সাক্ষী রেখে খোলা আকাশের নীচে রাধিকাকে বিয়ের প্রস্তাব দেন গায়ক। আর রাধিকাও তৎক্ষণাত ‘হ্যাঁ’ বলে দেন।
তবে শানের সাথে তার বয়সের বিরাট পার্থক্য থাকায় প্রথমে রাজীই হচ্ছিলেন না রাধিকার মা। কিন্তু শান রাধিকার পরিবারের লোকেদের সাথে গিয়ে কথা বলতেই সকলে গলে জল। এখন ২০ বছরের দাম্পত্য জীবন তাদের। বর্তমানে তাঁদের দুটি পুত্রসন্তান, যাঁদের নাম সোহম (Soham) এবং শুভ (Shubh)।