• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

RRR ছবিতে হাড় হিম করা ভিলেনের অভিনয় করে সকলের মন কেড়েছেন! রইল অভিনেতার আসল পরিচয়

RRR,RRR villain,Ray Stevenson,Raja mouli,junior NTR,Hollywood,south cinema,Bollywood,RRR updates,RRR cinema cast,আরআরআর,রে স্টিভেনসন,বলিউড,হলিউড,আরআরআর এর অভিনেতা,ভিলেন

সুকুমার পরিচালিত আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ (Pushp a) মুক্তি পাওয়ার পর থেকেই দেশ জুড়ে দক্ষিণী ছবির দাপট হুহু করে বেড়েছে। কয়েক সপ্তাহ ফাটিয়ে ব্যবসা করার পর অবশেষে অন্যান্য সিনেমাকে হল ছেড়ে বিদায় নিয়েছে পুষ্পা। এই মুহুর্তে প্রেক্ষাগৃহগুলি দখল করে রমরমিয়ে চলছে RRR। ইতিমধ্যেই ভারতীয় সিনেমায় ইতিহাস তৈরি করে এই ছবির বক্স অফিস আয় ছুঁয়েছে প্রায় ১০০০ কোটি।

গত ২৫ শে মার্চ ছবি মুক্তি পাওয়ার পর থেকে একদিনের জন্যও শিরোনাম থেকে সরেনি বাহুবলীখ্যাত রাজা মৌলি (Raja Mouli) পরিচালিত এই ছবি। ছবিতে একটি নয় দুটো নায়ক রয়েছে, জুনিয়র এনটিআর (Jr. NTR) ও রামচরণ (Ramcharan)। দুজনেরই দুর্দান্ত অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকদের। ছবিতে জুনিয়ার এনটিআর, রামচরণ ছাড়াও বলিউড থেকে অজয় দেবগন ও আলিয়া ভাটকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে।

RRR,RRR villain,Ray Stevenson,Raja mouli,junior NTR,Hollywood,south cinema,Bollywood,RRR updates,RRR cinema cast,আরআরআর,রে স্টিভেনসন,বলিউড,হলিউড,আরআরআর এর অভিনেতা,ভিলেন

ছবির প্রতিটা চরিত্রের অভিনয়ই প্রশংসনীয়। তাই একজনের কথা না বললেই নয়, তিনি হলেন ছবির ভিলেন চরিত্র৷ এই ছবিতে তার অবদানও সমান সমান রয়েছে। ভারতীয় ছবি RRR এ খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন হলিউড অভিনেতা রে স্টিভেনসন (Ray Stevenson)।

RRR,RRR villain,Ray Stevenson,Raja mouli,junior NTR,Hollywood,south cinema,Bollywood,RRR updates,RRR cinema cast,আরআরআর,রে স্টিভেনসন,বলিউড,হলিউড,আরআরআর এর অভিনেতা,ভিলেন

ব্রিটিশ অফিসারের ভূমিকায় তার অভিনয় এই ছবির অন্যতম মূল আকর্ষণ। আজ আপনাদের এই প্রতিবেদনে জানাব, রে স্টিভেনসনের সম্পর্কেই কিছু খুটিনাটি তথ্য। অভিনেতা জন্মগ্রহণ করেন ২৫ মে, ১৯৬৪ সালে আয়ারল্যান্ডে । তার বাবা ছিলেন পাইলট। ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি তার ঝোঁক ছিল অভিনয়ে।

একসময় এক অস্ট্রেলিয়ান বন্ধুর অনুপ্রেরণায় তিনি নাটক দলে নাম লেখান, ওখান থেকেই শুরু তার অভিনয় জীবন। এরপর ১৯৯৮ সালে প্রথমবার ‘দ্য থিওরি অফ লাইট’ ছবিতে অভিনয়ের সুযোগ পান স্টিফেনসন। হলিউডের বিভিন্ন ছবিতে সহ অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। শেষ পর্যন্ত RRR ছবির মাধ্যমেই তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥