• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুষ্পা ছবিতে আল্লুর মা সৌন্দর্যে হার মানাবে যে কাউকে ! অভিনেতার থেকে মাত্র ৩ বছরের বড় তিনি, দেখুন ছবি

Published on:

Allu Arjun,pushpa,pushpa’s mother,pushpas mother kalpalatha,আল্লু অর্জুন,কল্পলতা,পুষ্পা,পুষ্পার মা

তেলেগু ফিল্ম ‘পুষ্পা : দ্য রাইজ’ দর্শকদের হৃদয়ে অমলিন ছাপ রেখে গেছে। এই ছবিটি দক্ষিণ ভারতীয় ছবির সুপারস্টার আল্লু অর্জুনের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। একই সময়ে, ছবিতে ‘শ্রীবল্লী’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার ফ্যান ফলোয়িংও বেড়েছে হুহু করে । সারা দেশে দাপিয়ে ব্যবসা করেছে আল্লু অর্জুনের এই ছবি।

‘পুষ্পা’ ছবিতে প্রতিটি অভিনেতা অভিনেত্রীই নিজের সব টুকু দিয়ে অভিনয় করেছেন ,তাদের সকলের কাজই দর্শকদের ভালো লেগেছে। আল্লু অর্জুনের পাসপাশি ছবির খল চরিত্রদের অভিনয়ও দুর্দান্ত হয়েছে ,তবে ছবিটিতে একটি চরিত্র রয়েছে যা খুব গুরুত্বপূর্ণ হলেও তা নিয়ে তেমন আলোচনা হয়নি। আজ আমরা সেই একটি চরিত্র সম্পর্কেই বিস্তারিত বলতে চলেছি।

Allu Arjun,pushpa,pushpa’s mother,pushpas mother kalpalatha,আল্লু অর্জুন,কল্পলতা,পুষ্পা,পুষ্পার মা

আজ আপনাদের bong trend – পর্দায় জনাব পুষ্পা ছবিতে যিনি আল্লু অর্জুনের অর্থাৎ পুষ্পার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এই অভিনেত্রীর আসল নাম কল্পলতা।  জানা যায় ইতিমধ্যেই প্রায় ৫০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন এবং তিনি ১০ টিরও বেশি সিরিয়ালে অভিনয় করেছেন কল্পলতা।

Allu Arjun,pushpa,pushpa’s mother,pushpas mother kalpalatha,আল্লু অর্জুন,কল্পলতা,পুষ্পা,পুষ্পার মা

ছবিতে কল্পলতা তার কাজ দিয়ে দর্শকদের চোখে জল এনেছেন। ছবিতে দেখানো হয়েছে কল্পলতার ছেলে অর্থাৎ পুষ্পাকে তার বাবার পরিচয় দেওয়া হয়না। সারা সমাজ তাকে অবৈধ বলে। কল্পলতা ও পুষ্পা দুজনেই দরিদ্র পরিবারের। ছবিটি শুরু হওয়ার অনেক পরে, জানা যায় যে পুষ্পার বাবা বিবাহিত হওয়া সত্ত্বেও কল্পলতার সাথে অবৈধ সম্পর্ক করেছিলেন এবং তারপরে পুষ্পার জন্ম হয়েছিল।

Allu Arjun,pushpa,pushpa’s mother,pushpas mother kalpalatha,আল্লু অর্জুন,কল্পলতা,পুষ্পা,পুষ্পার মা

ছবিতে কল্পলতাকে বেশ দরিদ্র , ছিপছিপে দেখানো হয়েছে। কিন্তু বাস্তব জীবনে তিনি হার মানবেন যেকোনও সুন্দরী অভিনেত্রীকেও , ছবিতে বয়স্কর চরিত্রে অভিনয় করলেও বাস্তবে আল্লু অর্জুনের থেকে মাত্র ৩ বছরের বড় কল্পলতা। আল্লুর বয়স ৩৯ বছর, কল্পলতার বয়স ৪২ বছর। যদিও ছবিতে আল্লুর মা হয়েছেন তিনি। কল্পলতা সম্পর্কে কথিত আছে যে, মাত্র ১৪ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কল্পলতা দুই মেয়ের মা। তার দুই মেয়েই চাকরি করে।

Allu Arjun,pushpa,pushpa’s mother,pushpas mother kalpalatha,আল্লু অর্জুন,কল্পলতা,পুষ্পা,পুষ্পার মা

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও রয়েছে কল্পলতা। তিনি সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়। কল্পলতা প্রায়ই ইনস্টাগ্রামে তার ছবি পোস্ট করেন। পুষ্পা ছবিতে তার বাস্তব জীবনের ছবি দেখে কেউ অনুমানও করতে পারবে না যে সে এতটা সুন্দরী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥