• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময়ের বোল্ড অভিনেত্রী মন্দাকিনীর মেয়ে সৌন্দর্যে হার মানাবে বলি অভিনেত্রীদের! রইল ছবি

মন্দাকিনী,বলিউড,রাম তেরি গঙ্গা ম্যালি,মন্দাকিনীর মেয়ে,mandakini,mandakinis daughter,bollywood

সুপারহিট ছবি ‘রাম তেরি গঙ্গা ম্যালি’ দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে বিশেষ জায়গা করে নেওয়া অভিনেত্রী মন্দাকিনীকে কে না চেনেন। মন্দাকিনী এই  চলচ্চিত্র দিয়ে অনেক শিরোনাম করেছিলেন এবং এই ছবিতে তার চরিত্র মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান তৈরি করেছিল। সেই ছবির পর অভিনেত্রী মন্দাকিনী তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। মন্দাকিনীর সৌন্দর্যের কথা বলতে গেলে, এক সময় মন্দাকিনীকে বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হতো। অনেক বড় বড়  সুপারস্টার তার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন।

অভিনেত্রী মন্দাকিনীর খ্যাতির পিছনে একটি কারণ হল, “রাম তেরি গঙ্গা ম্যালি” ছবিতে তিনি জলপ্রপাতের নীচে সাদা শাড়ি পরে খুব সাহসী দৃশ্য করেছিলেন। এরপর রাতারাতি বিখ্যাত হয়ে যান মন্দাকিনী। তার এই দৃশ্যটি বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সাহসী দৃশ্যের মধ্যে গণ্য করা হয়।

মন্দাকিনী,বলিউড,রাম তেরি গঙ্গা ম্যালি,মন্দাকিনীর মেয়ে,mandakini,mandakinis daughter,bollywood

যদিও মন্দাকিনী বলিউড ইন্ডাস্ট্রিতে খুব কম ছবিই করেছেন। কিন্তু তাদের আলোচনা আজও হয়। ‘রাম তেরি গঙ্গা ম্যালি’ ছবির পর বলিউড ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান মন্দাকিনী। কিন্তু আজ আমরা আপনাকে বলব মন্দাকিনী কোথায় এবং কীভাবে তিনি তার জীবনযাপন করছেন।

মন্দাকিনী,বলিউড,রাম তেরি গঙ্গা ম্যালি,মন্দাকিনীর মেয়ে,mandakini,mandakinis daughter,bollywood

আর বলিউডে দেখা যায় না অভিনেত্রীকে। ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে একেবারে গুছিয়ে সংসার করছেন তিনি। অভিনেত্রী মন্দাকিনীর একটি কন্যা সন্তান রয়েছে। দর্শকদের চোখে মন্দাকিনীর মেয়ে তার মায়ের চেয়েও সুন্দর। মন্দাকিনীর সন্তানের কথা বলতে গেলে তার দুই সন্তান।

মন্দাকিনী,বলিউড,রাম তেরি গঙ্গা ম্যালি,মন্দাকিনীর মেয়ে,mandakini,mandakinis daughter,bollywood

মন্দাকিনীর মেয়ে ইনায়া ঠাকুর এবং ছেলে রবিল ঠাকুর । আজকাল বলিউড ইন্ডাস্ট্রিতে মন্দাকিনী কন্যাকে নিয়ে তুমুল আলোচনা চলছে। মানুষ আশা করছে শিগগিরই পর্দায় দেখা যাবে মন্দাকিনী কন্যাকে। মন্দাকিনীর মেয়ে ইনায়া ঠাকুর তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুব সক্রিয়।

প্রতিদিন তিনি তার ব্যক্তিগত জীবনের গল্প এবং তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মন্দাকিনীর মেয়ে ইনায়া ঠাকুরের ছবিগুলিও সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্করভাবে ভাইরাল হয় এবং লোকেরা তার ছবিগুলি খুব পছন্দ করে। বোল্ডনেসে মেক গুনে গুনে গোল দিতে পারবে ইনায়া ,আজ bong trend এর পর্দায় আপনাদের জন্য রইল তারই কিছু ঝলক।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥