• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেশের জন্য প্রাণপাত করছে দিদি! আর বোন দিশা পাটানি যৌবনের আগুনে কাঁপাচ্ছেন বলিউড

Published on:

disha patani,khusboo patani,disha patani sister,দিশা পাটানি,দিশা পাটানির বোন,বলিউড

বলিউড অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani)। ‘বাগি ২’ ও ‘মালাং’ ছবিতে অভিনেত্রীর দুর্দান্ত অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর শেয়ার করা ছবি দেখে ঝড় ওঠে পুরুষ অনুগামীদের বুকে। হট লুকস হোক বা বোল্ড সবেতেই সমান লাস্যময়ী দিশা পাটানি। তাকে নিয়ে সবসময়েই সরগরম থাকে পেজ থ্রির পাতা। দিশা পাটানি নাচেও বেশ পারদর্শী।

এমন সেক্সি অভিনেত্রীর যে কী বিশাল ফ্যান ফলোয়ার্স থাকতে পারে তা আন্দাজ করে নিতে বোধ করি সমস্যা হবেনা৷ সকল অনুগামীরাই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় মজে থাকতে পছন্দ করেন। তাই আজ আপনাদের জানাব দিশা পাটানির পরিবার সম্পর্কে।

disha patani,khusboo patani,disha patani sister,দিশা পাটানি,দিশা পাটানির বোন,বলিউড

সকলেই জানেন বলিউডের সেক্সি অভিনেত্রী হিসেবে দাগিয়ে দেওয়া হয় দিশা পাটানিকে, কিন্তু অনেকেই যেটা জানেন না সেটা হল দিশা পাটানির একটি বড় দিদিও রয়েছে। যার নাম খুশবু পাটানি। তিনিও সৌন্দর্যে কোনোও অংশেই বোনের চেয়ে কম যান না। দিশার মতো তিনিও ফিটনেস ফ্রিক। তবে পেশার দিক থেকে বোনের সাথে আকাশ পাতাল তফাৎ তার।

disha patani,khusboo patani,disha patani sister,দিশা পাটানি,দিশা পাটানির বোন,বলিউড

দেশের জন্যই প্রাণপাত করছেন দিশার দিদি। ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসাবে কর্মরত খুশবু। তবে বোনের সাথে তার একেবারে বন্ধুর মতোন সম্পর্ক। প্রতিদিন, তার ইনস্টাগ্রাম ওয়ালে তার বোনের সাথে মজা এবং ওয়ার্কআউট করার ছবিও দেখা যায়। খুশবুর ভেরিফায়েড অফিশিয়াল অ্যাকাউন্টে দিশা পাটানির অজস্র ছবি দেখেই বোঝা যায় তাদের মধ্যেকার সুন্দর সম্পর্কের সমীকরণ। এর পাশাপাশি খুশবুর ফেসবুক পেজে ভারতীয় সেনাবাহিনী নিয়ে পোস্টও দেখা যায়।

 

প্রসঙ্গত উল্লেখ্য, টাইগার শ্রফ ও দিশা পাটানি যে একে-অপরের সাথে প্রেম সম্পর্কে আবদ্ধ, সে বিষয়ে বলিমহলে গুঞ্জন রয়েছেই। প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কথা না বললেও একাধিক ডেটে দেখা গিয়েছে তাঁদের। পাশাপাশি পার্টি হোক বা জিম, সর্বত্রই একসঙ্গে আনাগোনা দু’জনের। জানা যায়, কিছুদিনে আগেই টাইগার ও দিশা ছুটি কাটাতে গিয়েছিলেন মালদ্বীপে!

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥