• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পুষ্পা’ অভিনেতা আল্লু অর্জুনের স্ত্রী সৌন্দর্যে হার মানাবে জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দনাকেও ! রইল ছবি

Allu Arjun wife

করোনার ঢেউ দেশের বুকে আছড়ে পড়ার পরে প্রেক্ষাগৃহগুলি পুনরায় চালু হয়েছিল , আর তারপর থেকে বড় পর্দায় সবচেয়ে সফল চলচ্চিত্রের তালিকার শীর্ষে রয়েছে পুষ্পার নাম। গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে ৪০০ কোটিরও বেশি আয় করেছে। এই ছবিতে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার জুটিও বেশ পছন্দ হয়েছে। বলাই বাহুল্য সময়ের সাথে সাথে দেশবাসীর কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমা। দিনে দিনে এই ধরনের সিনেমা দেখার আগ্রহও বাড়ছে দর্শকদের। এরফলে পরিচিতি বাড়ছে দক্ষিণ ভারতীয় অভিনেতাদেরও।

এই টলিউড ইন্ডাস্ট্রির এমনই একজন জনপ্রিয় অভিনেতা হলেন আল্লু অর্জুন (Allu Arjun)। বাবা, ঠাকুরদার পর বংশগত পরম্পরায় তিনি যুক্ত হয়েছেন এই পেশার সাথে। তার জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে বলার আর কিছুই নেই। তিনি নিজের কেরিয়ার শুরু করেন ১৯৮৫ সালে ‘বিজেতা’ নামে একটি ছবিতে শিশু অভিনেতা হিসেবে অভিনয়ের মাধ্যমে। আর তারপর নায়ক হিসেবে প্রথম সিনেমাই সুপারহিট হয় তার। এই ছবির জন্য বেস্ট ডেবিউ অ্যাক্টর পুরস্কারও পান তিনি।

আল্লু অর্জুন,স্নেহা রেড্ডি,আল্লু অর্জুনের স্ত্রী,পুষ্পা,allu arjun,allu arjuns wife,pushpa,sneha reddy

তবে  আপনাকে আজ আল্লু অর্জুন নয় , এই প্রতিবেদনে আপনাদের জনাব আল্লু অর্জুনের স্ত্রীকে নিয়ে। আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিকে ২০১৬ সালে হায়দ্রাবাদে বিয়ে করেন অভিনেতা।

আল্লু অর্জুন,স্নেহা রেড্ডি,আল্লু অর্জুনের স্ত্রী,পুষ্পা,allu arjun,allu arjuns wife,pushpa,sneha reddy

এখন স্নেহা এবং আল্লু অর্জুন দুই সন্তানের বাবা মা। যদিও দক্ষিণী সুপারস্টারের স্ত্রীকে দেখে বোঝার উপায় নেই যে তিনি ২ সন্তানের জন্ম দিয়েছেন , কেননা সৌন্দর্যে যেকোনও মডেল অভিনেত্রীকেই হার মানবেন তিনি।

আল্লু অর্জুন,স্নেহা রেড্ডি,আল্লু অর্জুনের স্ত্রী,পুষ্পা,allu arjun,allu arjuns wife,pushpa,sneha reddy

স্নেহা রেড্ডি প্রাথমিক শিক্ষার পর আমেরিকায় পড়াশোনা শেষ করেছেন। তার কম্পিউটার সায়েন্সে ডিগ্রি রয়েছে এবং তার বাবা হায়দ্রাবাদের একজন বড় ব্যবসায়ী। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুন এবং স্নেহার এক বন্ধুর বিয়েতে দেখা হয় আর সেখান থেকেই প্রেমের সূত্রপাত হয়েছিল। বর্তমানে এই দম্পতি মধ্যে খুবই জনপ্রিয় এবং মানুষও এই জুটিকে খুব পছন্দ করে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥