বলিউড (Bollywood) অভিনেতা গোবিন্দা (Govinda)। ৯০ এর দশকে বলিউডের একেরপর এক হিট ছবি দিয়ে রীতিমত রাজ করেছেন। ‘কুলি নং ১’, ‘দুলহে রাজা’, ‘নসীব’, ‘হিরো নং ১’, ‘হাদ কর দি আপনে’ এর মত অসংখ্য দুপারহিট ছবিতে অভিনয় করেছেন গোবিন্দা। অ্যাকশন থেকে শুরু করে কমেডি সমস্ত দিকেই দুর্দান্ত অভিনেতা ছিলেন গোবিন্দা। কিন্তু বর্তমানে অভিনয় জগৎ ও বলিউডের থেকে দূরে রয়েছেন অভিনেতা।
আজ ৫৭ তে পা দিলেন এই বিখ্যাত অভিনেতা। বিখ্যাত এই অভিনেতার জন্মদিনে আজ এমন কিছু তথ্য নিয়ে এসেছে যা অনেকেরই অজানা। অজানা এই তথ্যগুলির মধ্যে দেখে নিন আপনার সব জানা আছে তো?
১. খুব ছোট বয়স থেকেই অভিনয়ের সুযোগের জন্য চেষ্টা করতে থাকেন অভিনেতা। কিন্তু সে সময় অনেকেই তাকে রিজেক্ট করে দে। গোবিন্দর বয়স যখন মাত্র ১৫ বছর তখন ট্রায়ালে সিলেক্ট হলেও শুধুমাত্র বয়সে ছোট হবার জন্য রিজেক্ট হয়ে গিয়েছিলেন। রাজশ্রী ষ্টুডিও গোবিন্দকে রিজেক্ট করে দিয়েছিল।
২. গোবিন্দ শুধু যে দার্দান্ত অভিনেতা তা নয়। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি দারুন গান গাইতে পারেন গোবিন্দ। নিজের ছবির জন্য গানও গেয়েছেন গোবিন্দ। আঁখে, হাসিনা মান জায়েগি ও শোলা অর শবনমের মতো ছবিতে গোবিন্দ নিজেই গান গেয়েছেন।
৩. গোবিন্দা নাচের মধ্যে মাঝেমধ্যেই আজব সমস্ত স্টেপ দেখাতেন যা বেশ পপুলার ছিল। তবে, জানেন কি গোবিন্দ একজন ভারতীয় ক্ল্যাসিক্যাল নাচের প্রশিক্ষণ নেওয়া ব্যক্তি।
৪. বলিউডের এই বিখ্যাত অভিনেতা একসময় বহু ছবি রিজেক্ট করে দিয়েছিলেন। যে ছবি গুলো পরে সুপার হিট হয়েছিল। যার মধ্যে রয়েছে ‘এক প্রেম কথা’, ‘দেবদাস’ ও ‘গদর’ এর মত ছবি।
৫. গোবিন্দা তার সমসাময়িক সমস্ত সুপারস্টারের সাথে কাজ করেছেন। রাজেশ খান্না থেকে শুরু করে দিলীপ কুমার, অমিতাভ বচ্চনের সাথেও কাজ করেছেন গোবিন্দা।