• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়কট ট্রেন্ডে কিস্যু হবে না! নাম পাল্টেই হিট হবে সিনেমা, জ্যোতিষীর কথা মেনে হুঙ্কার সলমনের

বলিউডের সময়টা এমনিতেই এখন একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে আর বক্স অফিসে সেগুলো মুখ থুবড়ে পড়ছে। সেই তালিকায় নাম রয়েছে অক্ষয় কুমার, আমির খানের মতো সুপারস্টারদের সিনেমারও। সম্প্রতি আবার সুপারস্টার সলমন খান (Salman Khan) তাঁর আগামী ছবির কথা ঘোষণা করেছেন।

বলিউড ভাইজানের শেষ কয়েকটি সিনেমা, যেমন ‘রাধেঃ দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’, ‘অন্তিমঃ দ্য ফাইনাল ট্রুথ’ বক্স অফিসে সেভাবে সফল হয়নি। এবার ফের নতুন ছবি নিয়ে দর্শকদের মন জয় করতে আসছেন অভিনেতা। সম্প্রতি সলমন তাঁর আগামী ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’এর (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ফার্স্ট লুক প্রকাশ করেছেন।

   

Kisi Ka Bhai Kisi Ki Jaan

প্রথমে এই ছবির নাম হওয়ার কথা ছিল ‘কভি ঈদ কভি দিওয়ালি’ কিংবা ‘ভাইজান’এর মধ্যে একটি। কিন্তু পরে সেটি পরিবর্তন করা হয়। নাম বদল করার প্রভাব কি ছবির বক্স অফিস কালেকশনেও পড়বে? সম্প্রতি এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এক নামী সংখ্যাতত্ত্ববিদকে।

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের তরফ থেকে নামী সংখ্যাতত্ত্ববিদ সঞ্জয় জুমানির (Sanjay Jumaani) কাছে এই প্রশ্ন রাখা হয়। জবাবে তিনি বলেন, তিনটি নামের মধ্যে সবচেয়ে ভালো ‘কিসি কা ভাই, কিসি কি জান’। এই নামের সংখ্যা যোগ করলে ৩৭ হয় এবং এই সংখ্যা স্বাস্থ্য, ধন সম্পদ এবং খুশির দিকে ইঙ্গিত করে। তাই সলমনের ছবিও কিন্তু বক্স অফিসে ভালো আয় করবে বলেই আশা করা হচ্ছে।

Salman Khan

অপরদিকে ‘কভি ঈদ কভি দিওয়ালি’র সংখ্যা যোগ করলে ৪৮ হয়। এই নাম দিলে নিয়মতভাবে সিনেমাটি ভালো ব্যবসা নাও করতে পারত। অপরদিকে ‘ভাইজান’ নাম দিলে ছবিটি ভালো ব্যবসা করলেও করতে পারত, কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করে বলা যায় না।

সলমনের আগামী সিনেমা ‘কিসি কা ভাই, কিসি কি জান’এর দিক থেকে বলা হলে, ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। এই ছবিতে পূজা হেগড়েকে ভাইজানের বিপরীতে দেখা যাবে। পাশাপাশি ছবিতে রয়েছেন সাউথ সুপারস্টার বেঙ্কটেশ, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জাসসি গিল, শেহনাজ গিলের মতো শিল্পীরা। এছাড়াও শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার রাম চরণকেও এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে।