গত কয়েকমাস ধরে বলিউডের (Bollywood) অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে সলমন খান (Salman Khan) এবং পূজা হেগড়ের (Pooja Hegde) প্রেমের গুঞ্জন। এই দুই তারকা একসঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’এ অভিনয় করেছেন। দু’জনের রসায়ন নজর কেড়েছে দর্শকদের। এরপর থেকেই শোনা যেতে থাকে, একাধিকবার মন ভাঙার পর অবশেষে দক্ষিণী সুন্দরী পূজাকেই মন দিয়েছেন ভাইজান। এবার বিষয়টি মুখ খুললেন নায়িকা নিজে।
সলমন এবং পূজার প্রেমের (Dating) খবর কয়েক মাস ধরে শোনা গেলেও, এতদিন অবধি তাঁরা কেউই বিষয়টি নিয়ে কথা বলেননি। স্বীকার বা অস্বীকার কিছুই করেননি তাঁরা। তবে সম্প্রতি ম্যাঙ্গালোরে পূজার ভাই ঋষভের বিয়েতে ভাইজানের উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে প্রত্যেকের। সেই অনুষ্ঠানে সলমন-পূজার একাধিক ছবি ভাইরাল হয়েছিল। এরপরই আরও জোরালো হতে থাকে সলমন-পূজার প্রেমের জল্পনা।
সম্প্রতি সলমনের সঙ্গে প্রেম নিয়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নায়িকাকে সরাসরি জিজ্ঞেস করা হয়। ইটাইমসের কাছে এক সাক্ষাৎকার দেওয়ার সময় এই বিষয়ে জিজ্ঞেস করা হয় দক্ষিণী সুন্দরীকে। এতদিন মুখ বন্ধ রাখলেও এবার কোনও রাখঢাক না করেই এই বিষয়ে মন্তব্য করেন তিনি।
পূজা বলেন, ‘আমি এই বিষয়ে আর কী বলব? আমি নিজের বিষয়ে এমন জিনিস হামেশাই পড়ি। আমি পুরোদস্তুর সিঙ্গেল এবং আমি এখন সিঙ্গেল থাকতেই পছন্দ করছি। আমি সত্যি এখন শুধুমাত্র নিজের কেরিয়ারে ফোকাস করছি’।
পূজার সংযোজন, ‘আমি এখন একটা শহর থেকে আরেকটা শহরে দৌড়ে বেড়াচ্ছি। আর সত্যি কথা বলতে আমার কাছে এটাই এখন মূল লক্ষ্য। আমি এখন বসে এসব গুজবের ব্যাপারে কথা বলতে পারব না। কারণ এসব গুজব রটলেও আমি আর কী করতে পারি’?
প্রসঙ্গত উল্লেখ্য, বাস্তব জীবনে প্রেম থাকুক না থাকুক, ‘কিসি কা ভাই কিসি কি জান’এ চুটিয়ে রোম্যান্স করতে দেখা যাবে সলমন-পূজাকে। ট্রেলারেই সেই ঝলক দেখেছেন দর্শকরা। এই ছবিতে একজন তেলেগু মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী সুন্দরী। সলমন-পূজা ছাড়াও ‘কিসি কা ভাই কিসি কি জান’এ বেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, জাসসি গিল, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগমের মতো তারকাদের দেখা যাবে।