• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কিরণমালা থেকে লালকুঠির অনামিকা! সুন্দরী রুকমার এই ছবি দেখলে বাঙালির হার্টবিট বাড়তে বাধ্য

বাংলা টেলিভিশন দুনিয়ার অত্যন্ত সুন্দরী একজন অভিনেত্রী হলেন রুকমা রায় (Rooqma Roy)। বাংলা টেলিভিশনের দুনিয়ায়  দর্শকমহলে দারুন ফ্যান বেস রয়েছে রুকমার। তাই স্বাভাবিকভাবেই প্রিয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সম্পর্কে ভক্তদের জানার ব্যাপক কৌতূহল থাকবে সেটাই স্বাভাবিক। প্রসঙ্গত বাংলা টেলিভিশনের পর্দায় তার আবির্ভাব ঘটে রূপকথার গল্প ‘কিরণমালা’ (Kiranmala) দিয়েই।

এই সিরিয়ালের রাজকুমারী চরিত্রে রুকমার অভিনয় শুরুতেই মুগ্ধ করেছিল দর্শকদের। তবে শুধু পজিটিভ চরিত্রই নয় রূপমার অভিনয়ের গণ্ডি দিনে দিনে হয়েছে আরো অনেক বেশি প্রশস্ত। কিরণমালা ছাড়াও দর্শকরা তাকে চেনেন ‘দেশের মাটি’ সিরিয়ালের মাম্পি কিম্বা ‘খড়কুটো’ সিরিয়ালের অনন্যা হিসেবে। আর বর্তমানে রহস্য রোমাঞ্চে মোড়া ‘লালকুঠি’ (Lalkuthi) সিরিয়ালে অনামিকা (Anamika)চরিত্রে তার অভিনয় আবারও মুগ্ধ করেছে দর্শকদের।

   

Rooqma Roy was attacked by snake twice while Kiranmala Serial রুকমা রায়

একই সাথে তাকে দেখা গিয়েছে খল চরিত্রেও। সাধারণত পজেটিভ চরিত্রের থেকে নেগেটিভ চরিত্রে অনেক বেশি শেড থাকে যা পর্দার ফুটিয়ে তোলা সত্যিই কঠিন। কিন্তু নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে খল চরিত্রকেও পর্দায় ফুটিয়ে তুলেছিলেন রুকমা। প্রসঙ্গত প্রতিদান ধারাবাহিক থেকেই প্রথম খল চরিত্রে অভিনয় শুরু করেছিলেন রুকমা। তার সেই অভিনয় দর্শকমহলে এতটাই প্রশংসা পেয়েছিল যে তাকে এও শুনতে হয়েছে নেগেটিভ চরিত্রেই বেশি ভালো মানায় তাকে।

রুকমা রায়,Rooqma Roy,Kiranmala,কিরণমালা,Anamika,অনামিকা,Lalkuthi,লালকুঠি,TV Actrsss,টিভি অভিনেত্রী

তবে পর্দায় যতই শয়তানি করুন না কেন এই মিষ্টি অভিনেত্রী বাস্তবে কিন্তু ভীষণ হাসিখুশি এবং প্রাণবন্ত। অভিনেত্রী ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে জানা যায় তিনি আসলে কলকাতার মেয়ে। পড়াশোনাও  করেছেন কলকাতারই ন্যাশনাল হাই স্কুল থেকে। এরপর বাসন্তী দেবী কলেজ থেকে কমিউনিগেটিভ ইংলিশ নিয়ে স্নাতক পাস করেছিলেন রুকমা । দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে তার কেটে গিয়েছে আটটা বছর।

রুকমা রায়,Rooqma Roy,Kiranmala,কিরণমালা,Anamika,অনামিকা,Lalkuthi,লালকুঠি,TV Actrsss,টিভি অভিনেত্রী

এখনও পর্যন্ত কারো সাথে সম্পর্কে আছেন কিনা সেই বিষয়ে পাকাপাকি ভাবে কিছুই জানা না গেলেও মাঝেমধ্যেই সহ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের সাথে তাঁর সম্পর্কের গুঞ্জন কানে আসে. যদি বিষয়টি এখনো পর্যন্ত স্বীকার করেননি তারা কেউই। উল্লেকযো ইতিমধ্যেই ওয়েব সিরিজে কাজ করেও দারুন প্রশংসা পেয়েছেন রুকমা। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি রুক্মা দারুন সঞ্চলনাও করেন। রছাড়াও দুর্দান্ত সুন্দর গানের গলা তার।  তাই সবমিলিয়ে বলাই যাই সর্ব গুনের আধার এই অভিনেত্রী।

site