বলিউডের মিস্টার পারফেকশনিস্ট নামেই পরিচিত আমির খান (Aamir Khan)। সারাবছরই খুব বেশি ছবি করেন না অভিনেতা। বলা ভালো বছরে খুবজোর একটি ছবিই করতে ভালোবাসেন আমির খান। তবে যে ছবিই করুন না কেন সেটা দর্শকদের মনে দাগ কাটার মত ছবি করতে পছন্দ করেন তিনি। সিনেমায় অভিনয়ের কারণে বেশ জনপ্রিয়তা রয়েছে অভিনেতার। তবে বিগত কিছুদিন যাবৎ অন্য কারণে বেশ চর্চায় রয়েছেন তিনি।
সিনেমার থেকে একেবারেই আলাদা তার ব্যক্তিগত জীবন। আর ব্যক্তিগত জীবনে দ্বিতীয় বিয়ে করলেও সেই বিয়েতে এক দশকেরও বেশি সময় পর বিচ্ছেদ ঘটেছে। প্রথম স্ত্রী রীনা দত্তের পর প্রায় ১৬ বছর বৈবাহিক সম্পর্কের পর কিরণ রাওকে (Kiran Rao) বিয়ে করেছিলেন আমির খান। বিয়ের পর কেটে গিয়েছিল ১৫টা বছর। এতটা দীর্ঘ সময় পরে আবারো সম্পর্ক ইতির ঘটনার পুনরাবৃত্তি। এই কারণেই ফের চর্চায় উঠে এসেছেন আমির খান।
অবশ্য বিচ্ছেদের কারণ নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নয়! বরং তাদের দুজনের মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে একসাথে স্বামী-স্ত্রী না হয়ে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন আমির-কিরণ যৌথভাবে। নিজেদের এই অদ্ভুত সিদ্ধান্তের কথা জানিয়েছেন সকলকে। স্বামী-স্ত্রী হিসাবে না থাকলেও মা-বাবা হিসাবে নিজেদের দায়িত্ব পালন করবেন দুজনেই। এমনটাই বক্তব্য রেখেছেন আমির-কিরণ।
বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে তাদের সম্পর্কের নানা খুঁটিনাটি বিষয় এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর এবার উঠে এল কিরণের বলা কিছু বক্তব্য। একসময় কিরণ রাও নিজেই মন্তব্য করেছিলেন যে আমিরের মত স্বামীর সাথে জীবন কাটানোটা বেশ কঠিন। কফি উইথ করণ জোহরের শোতে এই মন্তব্যটি করেছিলেন আমির খানের এক্স পত্নী কিরণ রাও। শোতে কিরণকে প্রশ্ন করা হয়েছিল যে আমিরের সাথে থাকাটা কিরখম সহজ নাকি কঠিন?
প্রসঙ্গত, ডিভোর্সের ঘোষণার কয়েকমাস আগেই সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়েছেন অভিনেতা। তিনি নিজে আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি চালাবেন না। বরং তার টিমের তরফ থেকেই যোগাযোগ রাখা হবে দর্শকদের সাথে এমনটাই জানিয়েছিলেন আমির খান। এর মাসখানেক পরেই ডিভোর্সের খবর প্রকাশ্যে আসে। তবে ডিভোর্সের খবরের পরেও আরো একটি ভিডিওটি আমির খান ও কিরণ রাও হাসি মুখেই জানিয়েছেন যে বিবাহ বিচ্ছেদ মানেই সম্পর্ক শেষ নয়! তারা একই সাথে কাজ করবেন।