জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় নন ফিকশন গেম শো হল দাদাগিরি। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সঞ্চালিত এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সপ্তাহ শেষে দর্শকদের মনোরঞ্জন করতে এই ‘দাদাগিরি’ (Dadagiri) -র জুড়ি মেলা ভার।কিন্তু ইদানীং মন খারাপ দাদাগিরি ভক্তদের।
কারণ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে ‘দাদাগিরি’-র চলতি সিজন।এবার জি বাংলার এই শোয়ের জায়গা নিতে চলেছে জনপ্রিয় মিউজিক রিয়ালিটি ‘সারেগামাপা’-র নতুন সিজন। তবে শুরু থেকেই সৌরভ গাঙ্গুলীর অনবদ্য সঞ্চালনায় মুগ্ধ দর্শক। এই শোয়ের বিভিন্ন এপিসোডে কখনও সিনেমা প্রমোশনের উদ্দেশ্যে আবার কখনও শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জন করতে দাদাগিরির মঞ্চে হাজির হন সিনেমা থেকে সিরিয়ালের একাধিক সেলিব্রেটিরা।
কিছুদিন আগেই ‘দাদাগিরি’র পক্ষ থেকে দর্শকদের জন্য আনা হয়েছিল দারুণ চমক। ওইদিন প্রথমবার ‘দাদাগিরি’র মঞ্চে উপস্থিত হয়েছিলেন ‘বং গাই’ (Bong Guy) খ্যাত জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত। (Kiran Dutta) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘দাদাগিরি’র সেই পর্বের একটি অংশের ভিডিও। সেখানে কিরণ দত্তের সাথে রসিকতা করতে দেখা গেল খোদ মহারাজ কে।
ভিডিওতে দেখা যায় সৌরভ কিরণ দত্তকে বলছেন ‘বলিউডে তোমার প্রিয় অভিনেতা রণবীর কাপুর আর টলিউডে অঙ্কুশ হাজরা’ (Ankush Hazra) । একথা শুনেই একগাল হেসে ফেলেন কিরণ। সেইসাথে জানিয়ে দেন টলিউডে তার প্রিয় অভিনেতা অঙ্কুশ নন ঋত্বিক চক্রবর্তী। এখন প্রশ্ন জাগে তাহলে সৌরভ প্রথমেই এমন কেন বললেন?
আসলে একবার অঙ্কুশের একটি ভিডিও রোস্ট করে প্রকাশ্যে অভিনেতার সঙ্গে ব্যাপক ঝগড়া বাধিয়ে ফেলেছিলেন কিরণ। পরোক্ষ ভাবে সেই প্রসঙ্গ তুলেই এদিন সম্ভবত কিরণ কে খোঁচা দিলেন সৌরভ। তবে কিরণ জানান পরবর্তীকালে তাদের দুজনের ফোনে কথা হয়েছে এবং তারা দুজনেই গোটা বিষয়টিকে নিয়ে আর এগোতে চান না।