‘দ্য বং গাই’ (The Bong Guy)এই এক ডাকেই তাকে চেনে গোটা বাংলা। তার ভালো নাম কিরণ দত্ত (Kiran Dutta)। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। সাধারণত সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের সমালোচনা করাই ওনার কাজ। কারও কোন বিষয়ে খুঁত পেলেই তা নিয়ে মজার ছলে ভিডিও বানিয়ে থাকেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটার (Content Creater)।
ইঞ্জিনিয়ারিং ছেড়ে বহু দিন আগেই নিজের পেশা পরিবর্তন করেছিলেন কিরণ। তবে ইউটিউবার হওয়ার পর কম বিতর্কে জড়াননি তিনি। তবে সবকিছুই মোকাবিলা করেছেন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে। তবে এখন তিনি শুধু একজন ইউটিউবার (Yutuber) নন। ইতিমধ্যেই তিনি অভিনয় করে ফেলেছেন আরব সিরিজেও।এবার তার হাতে খড়ি হতে চলেছেন বড় পর্দাতেও।
ইতিমধ্যে সকলেই জানেন পাভেলের ছবি ‘কলকাতা চলন্তিকা’-য় অভিনয় করতে চলেছেন কিরণ।তার বিপরীতে থাকবে ‘রানী রাসমণি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। একসময় এই দিতিপ্রিয়াকেই ‘কলঙ্কিনী রাধা’ গান গাওয়ার জন্য ব্যাপক ট্রোল করেছিলেন কিরণ। আর তার সাথেই প্রথম সিনেমা শুটিং করার কথা ভেবে প্রথমে নাকি বেশ ভয় পেয়েছিলেন কিরণ।
কিন্তু দিতিপ্রিয়া নিজের কাজের ক্ষেত্রে ভীষণভাবে পেশাদার। তাই কাজ করতে গিয়ে তার নাকি কোন রকম অসুবিধায় হয়নি। এই সিনেমাতে দিতিপ্রিয়া রায় ছাড়াও থাকছেন রজতাভ দত্ত,অপরাজিতা আঢ্য,খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস ,ইশা সাহা প্রমূখ। জানা যাচ্ছে এই ছবিটার বিষয় হচ্ছে ৬ বছর আগে কলকাতার বুকে ঘটে যাওয়া পোস্তা ব্রিজ ভেঙে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা।
সেই ঘটনাকেই এই সিনেমায় তুলে ধরতে চলেছেন পরিচালকপাভেল। গতকাল অর্থাৎ ১৫ জুলাই ছিল কিরণ দত্তের জন্মদিন। আর নিজের জন্মদিনেই জীবনের সেরা উপহারটি পেয়েছেন কিরণ। আর এদিনই সিনেমার প্রথম ঝলক দেখেছেন অভিনেতা। কিরণ জানিয়েছেন বিশেষ দিনে এমন একটা উপহার পাওয়ায় তার বাবা মাও খুব খুশি হয়েছেন।জানা যাচ্ছে মাদার টেরেসার জন্মদিনের দিন প্রথমবার প্রকাশ্যে আসবে কলকাতা চলন্তিকার ঝলক।