অসংখ্য অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরছেন তিনি। হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি অর্থাৎ বলিউড বাদশা শাহরুখ খান। ভক্তদের আর বিন্দুমাত্র অপেক্ষা করাতে চাইছেন তিনি। তাই যত তাড়াতাড়ি সম্ভব সিনেমার শুটিং শেষ করার তালে রয়েছেন তিনি। তার জন্য তিনি যথাসাধ্য কঠোর পরিশ্রম তো করছেন নিয়েছেন মোটা অঙ্কের পারিশ্রমিকও। এতদিনে সকলেই জেনে গিয়েছেন এই ছবির জন্য শাহরুখ মোটা অঙ্কের পারিশ্রমিক হাঁকিয়েছেন। কিং খানের এই বিশাল অঙ্কের পারিশ্রমিকের কথা যেই শুনছেন তারই চোখ কপালে উঠছে।
এখন দেখার কিং খানের এই বহু প্রতিক্ষীত সিনেমা বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে। প্রসঙ্গত পাঠান সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন আলী আব্বাস জাফর। শাহরুখ ছাড়াও চমক রয়েছে এই সিনেমার চমৎকার স্টার কাস্টেও। জানা গেছে শাহরুখ খান, ছাড়াও এই ছবিতে অভিনয় করার জন্য বিরাট অঙ্কের পারিশ্রমিক হাঁকিয়ে শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা জন আব্রাহামের মতো একাধিক জনপ্রিয় তারকারা।চলুন দেখে নেওয়া যাক কোন কোন তারকা ছবির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন।
১) শাহরুখ খান (Shahrukh Khan)
ইদানীং পাঠান সিনেমার শুটিংয়ের কাজে তুমুল ব্যস্ত রয়েছেন কিং খান। জানা যাচ্ছে নির্মাতারা এই ছবির জন্য শাহরুখকে ৮৫ কোটি টাকার পারিশ্রমিক দিয়েছেন। এখন সিলভার স্ক্রিনে ফের বলিউড বাদশাকে পুরনো মেজাজে দেখার অপেক্ষায় হাপিত্যেশ করছেন দর্শক।
২) দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)
কিং খানের বহু প্রতিক্ষীত এই ‘পাঠান’ সিনেমায় দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে নতুন অবতারে। যার কিছুটা হলেও আভাস পাওয়া গিয়েছে সিনেমার ট্রেলারে। এই ছবিতে বলিউড ডিভা ধরা দেবেন অ্যাকশন অবতারে। শোনা যাচ্ছে এই সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা মোট ১৮ কোটি পারিশ্রমিক নিয়েছেন।
৩) জন আব্রাহাম (John Abraham)
এই ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করছেন বলিউডের অ্যাকশন হিরো জন আব্রাহামও। এই সিনেমায় অভিনয়ের জন্য জন নিয়েছেন মোট ২৫ কোটি টাকার পারিশ্রমিক।
৪) সালমান খান (Salman Khan)
বন্ধু শাহরুখের এই সিনেমায় ক্যামিও চরিত্রে ধরা দেবেন বলিউডের ভাইজান সালমান খান। জানা যাচ্ছে এই ছবিতে সালমান খানের এন্ট্রি হতে চলেছে টাইগার ৩-এর জন্য। তবে, এই ছবির জন্য সালমান কে কত পারিশ্রমিক দেওয়া হয়েছে তা জানানো হয়নি।