• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছুরি দিয়ে কুপিয়ে, লাঠি দিয়ে মারধর,খুনের চেষ্টা! রক্তাক্ত তানজানিয়ার বিখ্যাত টিকটকার কিলি পল

কিলি পল,তানজানিয়া,ইন্সটাগ্রাম,আহত,টিকটকার,kili paul,Tanzania,injure

‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান’। তানজানিয়ার (Tanzania) বাসিন্দা কিলি পল (Kili paul) যেন এই লাইনটিরই এক জলজ্যান্ত উদাহরণ। আমাদের ভাষা, পোশাক, চালচলন সব কিছুই তার থেকে আলাদা কিন্তু সে মনে প্রাণে হয়ে উঠেছেন ভারতীয়। ভারতের ভাষাকে নিজের মাতৃভাষার মতো ভালোবাসেন তিনি। ইতিমধ্যেই তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলেই চোখে পড়বে বলিউডের একাধিক গানে ঠোঁট মিলিয়ে তার রিল ভিডিও। তিনি যে ভাষাটা বুঝেই রিল বানান তা দেখলেই বোঝা যায়।

ভারতীয়দের মধ্যেও তাই তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। দিন কয়েক আগেই তাঁকে ডেকে সম্মানিত করেছিলেন তানজানিয়ার ভারতীয় রাষ্ট্রদূত। কিন্তু এই জনপ্রিয়তাই কি এবার তার প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াল? কিলি এদিন ইন্সটাগ্রাম পোস্টে এমন একটা ঘটনা জানান, যা শুনে রীতিমতো ভয়ে কাঁটা তার অনুরাগীরা।

কিলি পল,তানজানিয়া,ইন্সটাগ্রাম,আহত,টিকটকার,kili paul,Tanzania,injure

তিনি জানান, ছুরি হামলায় গুরুতর জখম হন তিনি। ৫ জন দুষ্কৃতী আচমকাই ছুরি এবং লাঠি নিয়ে এসে তার উপর হামলা করে বলে খবর। কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে যায় তার সাথে। বাধা দিতে গিয়ে গুরুতরভাবে জখমও হন তিনি। একেবারে রক্তারক্তি কান্ড ঘটে যায়। তার উপর এহেন শত্রুতার কারণ কি, তা ভেবেও বেশ চিন্তিত কিলি। এর জেরে ৫ টি সেলাইও পড়ে কিলির৷

কিলি পল,তানজানিয়া,ইন্সটাগ্রাম,আহত,টিকটকার,kili paul,Tanzania,injure

হাসপাতালে শুয়ে থাকার একটি ছবি শেয়ার করে কিলি লিখেছেন, “অনেকে আমাকে নীচে নামাতে চায়, কিন্তু ঈশ্বর সব সময় আমাকে উপরে নিয়ে যাবেন। আমার জন্য প্রার্থনা করো”। কিলি পল ঘটনাটি সম্পর্কে ইনস্টাগ্রামে জানান। ইতিমধ্যেই তার অনুরাগীরা কিলির আরোগ্য কামনা করেছেন। বংট্রেন্ডের তরফ থেকে দ্রুত তার আরোগ্য কামনা করছি, তিনি যেন খুব দ্রুত আবার রিল বানিয়ে মানুষকে আনন্দ দিতে পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥