• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের গানে টিকটিক বানিয়ে বিশ্ববিখ্যাত! এবার ভারতে এসে মাধুরীর সাথে নাচলেন কিলি পল, রইল ভিডিও

Published on:

Kili Paul dances with Madhuri Dixit in Jhalak Dikhhla Jaa stage, watch video

তানজানিয়ার বিখ্যাত টিকটকার কিলি পলের (Kili Paul) সারা বিশ্ব জুড়ে বিপুল জনপ্রিয়তা। বিশেষত বিভিন্ন বলিউড গানে পারফর্ম করার পর থেকে তো ভারতের প্রায় প্রত্যেক মানুষই তাঁকে চিনে ফেলেছেন। কিলি নিজেও বলিউডের অত্যন্ত বড় একজন অনুরাগী। সম্প্রতি এই জনপ্রিয় টিকটকারই হাজির হয়েছিলেন ‘ঝলক দিখলা জা’র (Jhalak Dikhhla Jaa) মঞ্চে।

চলতি সপ্তাহে ঝলকের মঞ্চে ‘কাপুর স্পেশ্যাল’ সপ্তাহ চলছে। অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঋষি কাপুরের ঘরণী তথা অভিনেত্রী নীতু কাপুর। তিনিই সকলকে বলেন কিলি পল চলতি সিজনের একজন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী। তাঁর এন্ট্রি দেখে একেবারে মুগ্ধ হয়ে যান সকলে।

Kili Paul

কিলি জানান, তিনি বলিউডের পাশাপাশি ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতেরও অনেক বড় একজন অনুরাগী। এরপরই মাধুরীর সঙ্গে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আঞ্জাম’এর জনপ্রিয় গান ‘চান্নে কে ক্ষেত মে’তে নাচতে দেখা যায় কিলিকে। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওয় দেখা গিয়েছে, মাধুরী যে স্টেপ করছেন সেগুলিকেই দেখে দেখে নকল করছেন কিলি। তাঁদের দু’জনের নাচে তখন মুগ্ধ হয়ে গিয়েছেন বাকি সবাই। যদিও শনিবারের এপিসোড শেষ হওয়ার আগে নীতু জানান, কিলি ওয়াইল্ড কার্ড এন্ট্রি নন, বরং অতিথি হিসেবে ঝলকের মঞ্চে হাজির হয়েছিলেন।

Kili Paul and Madhuri Dixit

কিছুক্ষণের জন্য গেলেও, নিজের ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করে নেন কিলি। সঞ্চালক মনীশ পল এবং প্রতিযোগী রুবিনা দিলায়েকের সঙ্গে হিন্দি বলা থেকে শুরু করে বিদায় নেওয়ার আগে নোরা ফাতেহির বিখ্যাত গান ‘ডান্স মেরি রানী’তে প্রত্যেকের সঙ্গে কোমর দোলানো- নিজের ব্যবহারের মাধ্যমে প্রত্যেককে মুগ্ধ করে দেন তানজানিয়ার এই টিকটকার।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

শুধু এগুলিই নয়, কিলি ঝলকের মঞ্চে নিজের গলায় ‘শেরশাহ’ ছবির বিখ্যাত গান ‘রাতা লাম্বিয়া’ও গান। কিলির পাশে তখন দাঁড়িয়ে তাঁর পছন্দের মাধুরী। টিকটকারের সঙ্গে গলা মেলান বলি সুন্দরীও। সব মিলিয়ে গতকালের ‘ঝলক দিখলা জ’র এপিসোড যে হিট ছিল, এই নিয়ে কোনও সন্দেহ নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥