• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঢ্যাঁড়া পেটালেই হয় না, ছবির কন্টেন্টই আসল! বলিউডের ভরাডুবি নিয়ে বিস্ফোরক দক্ষিণী ষ্টার সুদীপ

সাম্প্রতিক অতীতে একাধিক বলিউড (Bollywood) ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অপরদিকে রমরমিয়ে চলছে একের পর এক দক্ষিণী ছবি (South Indian films)। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সাবাশ মিঠু’, ‘হিট’এর মতো সিনেমাও আশানুরূপ ব্যবসা করতে পারছে না। বলিউডের এই ব্যর্থতা নিয়ে এবার একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন সাউথের সুপারস্টার কিচ্চা সুদীপ (Kiccha Sudeep)। প্রকাশ্যেই জানিয়ে দিলেন, সব কিছুর একটা শেষ আছে।

চলতি মাসের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কিচ্চা সুদীপ অভিনীত বিগ বাজেট ছবি ‘বিক্রান্ত রোনা’। ভিএফএক্স থেকে শুরু করে বড় সেট- এই ছবির পিছনে দু’হাতে টাকা ঢেলেছেন নির্মাতারা। ছবিতে আবার রয়েছেন, বলিউডের নামী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজও। সব মিলিয়ে একেবারে জমজমাট হতে চলেছে ছবিটি। আর এমন সময় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, যখন দক্ষিণী ছবির বাজার বেশ ভালো।

   

Vikrant Rona

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন সুদীপ। সেখানেই সাউথের ছবির সফলতা থেকে শুরু করে বলিউডের ব্যর্থতা- সব কিছু নিয়ে মুখ খোলেন তিনি। সেই সাক্ষাৎকারে অভিনেতাকে যখন হিন্দি মার্কেটে দক্ষিণী ছবির সফলতার মন্ত্র জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন, ‘যখন কনটেন্ট কথা বলে, তখন ছবি সফর করা শুরু করে। এটা জোর করে হয়নি। এটা নিজে থেকেই হয়েছে। এটা কনটেন্টের জয়’। তাই স্পষ্ট করে না বললেও, অভিনেতা হয়তো নিজের কথার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন, বলিউডের নিজস্ব কনটেন্ট না থাকার জন্যই ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছে। অপরদিকে কনটেন্টের জোরেই রমরমিয়ে চলছে সাউথের সিনেমা।

শুধু তাই নয়, এখন যেভাবে সারা দেশ জুড়ে দক্ষিণী ছবি মুক্তি পাচ্ছে। তা নিয়েও বলেছেন সাউথের এই সুপারস্টার। সুদীপের কথায়, ‘যদি পাঞ্জাবে যাও, তাহলে ওখানকার মানুষ পাঞ্জাবি এবং হিন্দি ছবির বিষয়ে জানে। একইভাবে বাংলায় গেলে বাংলা এবং হিন্দি ছবির বিষয়ে জানে। কিন্তু তাঁরা দক্ষিণী ছবির বিষয়ে জানত না, কারণ সেই ছবিগুলি থিয়েটারে মুক্তি পেত না… এখন আমাদের ছবিও সেই সুযোগটা পাচ্ছে। এটা একদিন না একদিন হতোই’।

Kiccha Sudeep

নিজের সাক্ষাৎকারে বলিউড এবং সাউথের সিনেমা প্রসঙ্গে কথা বলা ছাড়াও বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন সুদীপ। অভিনেতা তাঁর ‘দাবাং ৩’এর কো-স্টার সম্পর্কে বলেন, ‘আমাদের সম্পর্ক শুধুমাত্র সিনেমার জন্য নয়। আমরা দু’জন ভাই’। সঙ্গে এও জানিয়েছেন, তাঁর আসন্ন ছবি ‘বিক্রান্ত রোনা’ নিয়ে সলমন বেশ এক্সাইটেড। তাঁর ছবিটি বেশ ভালোলেগেছে। শুধু তাই নয়, ছবিটির হিন্দি ভার্সন, প্রেজেন্টও করছেন বলিউডের ভাইজান।

Kiccha Sudeep and Salman Khan

সুদীপ, জ্যাকলিন অভিনীত ‘বিক্রান্ত রোনা’ একটি নয়, বরং সারা দেশ জুড়ে পাঁচটি ভিন্ন ভাষায় মুক্তি পাবে। আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।