• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হচ্ছেন কিয়ারা! বিয়ের একমাস যেতেই ‘সুখবর’, সিদ্ধার্থ-কিয়ারাকে শুভেচ্ছা নেটিজেনদের

Updated on:

Kiara Advani shares Good News just after one month of getting married with Sidharth Malhotra

গত মাসে জয়সলমেরের সূর্যগড় প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’ সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। পরিবারের সদস্য এবং কাছের মানুষদের সাক্ষী রেখে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন দু’জনে। রাজস্থানে বিয়ে করার পর দিল্লি এবং মুম্বইয়ে বর্ণাঢ্য রিসেপশনের আয়োজনের করেছিলেন বি টাউনের ‘শেরশাহ’ জুটি।

সম্প্রতি আবার বিয়ের পর একসঙ্গে দোল উদযাপন করেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। সোশ্যাল মিডিয়ায় বৌয়ের সঙ্গে প্রথমবার রং খেলার ছবিও শেয়ার করেছিলেন অভিনেতা। সবমিলিয়ে এখন প্রেমের জোয়ারে ভাসছেন মিস্টার অ্যান্ড মিসেস মলহোত্রা। সম্প্রতি আবার অনুরাগীদের ‘সুখবর’ (Good news) শুনিয়ে দিয়েছেন তাঁরা। বিয়ের মাসখানেকের মধ্যেই এই খবর পেয়ে চমকে গিয়েছে অনেকে।

Sidharth Malhotra and Kiara Advani, Sidharth Malhotra and Kiara Advani new movie, Sidharth Kiara upcoming movie, Sidharth Malhotra and Kiara Advani movie

রাজস্থানে রাজকীয় বিয়ে এবং বর্ণাঢ্য দুই রিসেপশন কাটিয়ে সদ্য কাজে ফিরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। দু’জনেই নিজেদের নিজেদের প্রোজেক্ট নিয়ে বেশ ব্যস্ত আছেন। ‘শেরশাহ’ জুটি এতটাই ব্যস্ত যে বিয়ের পর হানিমুনে অবধি যেতে পারেননি। তবে হানিমুনে না গেলেও, বাড়িতে বসেই ‘সুখবর’ শুনিয়ে দিলেন তাঁরা।

সিদ্ধার্থ-কিয়ারার সেই ‘সুখবর’ নিয়ে সংবাদমাধ্যমে জোর চর্চাও শুরু হয়ে গিয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন বিয়ের এক মাসের মধ্যে কী এমন আনন্দের খবর দিলেন মলহোত্রা দম্পতি? তাহলে জানিয়ে রাখি, একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, বি টাউনের নামী পরিচালক-প্রযোজক করণ জোহরের (Karan Johar) আগামী ছবিতে জুটি বাঁধছেন সিদ্ধার্থ এবং কিয়ারা।

Sidharth Malhotra and Kiara Advani, Sidharth Malhotra and Kiara Advani new movie, Sidharth Kiara upcoming movie, Sidharth Kiara movie

হ্যাঁ, ঠিকই দেখছেন। ব্লকবাস্টার ‘শেরশাহ’র পর ফের একবার পর্দায় জুটি বাঁধছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। এখনও পর্যন্ত এই ছবির বিষয়ে অফিশিয়াল কোনও ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, তাঁদের বিয়ের সময়ই নাকি তাঁদের সিনেমার অফার দিয়েছিলেন করণ। ধর্মা কর্ণধারের তরফ থেকে এমন সুবর্ণ প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ও বলে দেন দু’জনে। নেটিজেনদের গুঞ্জন, এখানে স্বামী-স্ত্রী হিসেবে দেখা যাবে সিড-কিয়ারাকে। সন্তানও থাকতে পারে বলে খবর। অর্থাৎ বাস্তবে না হলেও পর্দায় মা হতে পারেন কিয়ারা।

প্রসঙ্গত উল্লেখ্য, সিদ্ধার্থ এবং কিয়ারা দু’জনেই এখন নিজেদের আসন্ন প্রোজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। সিদ্ধার্থ এখন ‘যোদ্ধা’ এবং রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’এর কাজ করছেন। অপরদিকে কিয়ারার হাতে রয়েছে ‘RC15’ এবং ‘সত্যপ্রেম কি কথা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥