• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ মাসের অন্তঃসত্ত্বা, বিয়ের দুদিন পেরোতেই সুখবর! চমকে দিলেন সিদ্ধার্থ-কিয়ারা

গত ৭ ফেব্রুয়ারি ধুমধাম করে সাত পাক ঘুরেছেন বলিউডের (Bollywood) নামী তারকা সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেছিল তারকা জুটির বিয়ের আসর। এখনও অবধি রিসেপশনও মেটেনি তাঁদের। তবে তার আগেই জানা গেল মা হতে চলেছেন অভিনেত্রী। বিয়ের দু’দিনের মাথাতেই জানা গেল মিসেস মলহোত্রা প্রেগন্যান্ট (Kiara Advani pregnant)!

বলিউডে বিয়ের আগে গর্ভবতী হয়ে পড়ার বিষয় একেবারেই নতুন নয়। গত বছরই যেমন বিয়ের দু’মাসের মাথায় প্রেগন্যান্সির খবর ঘোষণা করেছিলেন রণবীর কাপুরের স্ত্রী তথা অভিনেত্রী আলিয়া ভাট। বিয়ের ৭ মাসের মাথায় জন্ম দেন কন্যা রাহার। এবার জানা গেল, সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আলিয়ার মতোই তাঁর স্ত্রী কিয়ারাও বিয়ের আগেই গর্ভবতী (Kiara Advani pregnancy) হয়ে পড়েছেন!

   

Kiara Advani pregnancy, Kiara Advani pregnant

এমনিতেই কেরিয়ারের শীর্ষে থাকাকালীন কেন কিয়ারা সাত পাক ঘোরার সিদ্ধান্ত নিলেন সেই প্রশ্ন জেগেছিল অনেকের মনে। এবার অভিনেত্রীর প্রেগন্যান্সিরর খবর শুনে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা।

কিয়ারা যখন বিয়ের জন্য মুম্বই থেকে জয়সলমের যাচ্ছিলেন তখন তাঁর শরীর ঢাকা ছিল গোলাপি রঙের একটি স্কার্ফ দিয়ে। বিয়ের পর যখন জয়সলমের থেকে দিল্লি ফিরছিলেন তখনও অভিনেত্রীর গায়ে ছিল ধূসর এবং কালো রঙের একটি শাল। এমনকি তিনি এবং সিদ্ধার্থ দিল্লি বিমানবন্দরে যখন পাপারাৎজিদের মিষ্টি দিচ্ছিলেন তখনও তাঁর গায়ে ছিল লাল রঙের একটি ওড়না। কিয়ারার গায়ে বারবার শাল, ওড়না জাতীয় জিনিস দেখেই নেটপাড়ায় তাঁর প্রেগন্যান্সির গুঞ্জন শুরু হয়েছে।

Kiara Advani pregnancy, Kiara Advani pregnant

একজন নেটিজেন যেমন কমেন্ট করেছেন, ‘আমি নিশ্চিত এনারও আগামী ১-৩ মাসের মধ্যে প্রেগন্যান্সির সংবাদ আসতে চলেছে। সবসময় পেট ঢেকে রাখছেন। মানুষকে পাগল ভাবছেন নাকি’। নেটপাড়ায় কিয়ারার প্রেগন্যান্সি নিয়ে এত জল্পনা চললেও তারকাজুটি কিন্তু এখনও অবধি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধার পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে সিদ্ধার্থ-কিয়ারার প্রথম রিসেপশনের আসর বসেছিল। দুই পরিবারের সদস্য এবং কাছের মানুষরা উপস্থিত ছিলেন সেখানে। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে ‘শেরশাহ’ জুটির দ্বিতীয় রিসেপশনের আসর বসবে। সেখানে বলিউডের একাধিক নামী তারকা উপস্থিত থাকবেন সেখানে।