• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কায়রা’ ডাকলেন কেন উত্তর দেবনা! সাংবাদিক ভুল নামে ডাকতেই রেগে আগুন কিয়ারা আদভানি

Published on:

বলিউডে (bollywood) পা রাখতেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ‘কবীর সিং’ (kabir singh) খ্যাত অভিনেত্রী কিয়ারা আদভানি (kiara advani)।
‘ফুগলি’ (fugly) ছবি দিয়ে বলিউডে অভিষেকের পর ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, লক্ষ্মী (laxmi), গুডনিউজ (good newz) এর মতো একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী।

কিন্তু এতবছর বলিউডে থাকার পরেও তার নাম ডাকতে ভুল হয় কী করে সাংবাদিকের? রেগে গেলেন কিয়ারা। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনেই তার সঙ্গে ঘটল এই আজব ঘটনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর বেশ খোশ মেজাজেই দিচ্ছিলেন অভিনেত্রী। হঠাৎ এক সাংবাদিক কিয়ারাকে ভুল করে ডেকে ফেলেন ‘কায়রা’ বলে। আর তাতেই বেজায় চটে যান অভিনেত্রী।

সাথে সাথেই ওই সাংবাদিকের দিকে তেড়েফুঁড়ে গিয়ে কিয়ারা বলে ওঠেন, ” কী নামে ডাকলেন আমায়? কায়রা না কিয়ারা? শুধুমাত্র কায়রা নামে ডাকার জন্য আমি আপনার প্রশ্নের উত্তর দেবনা। “অভিনেত্রী সাফ জানান, ” আমার নাম কিয়ারা। বলুন কিয়ারা, সুন্দর করে, জোরে, ভালোবেসে বলুন কিয়ারা”।

এখন দারুণ ব্যস্ত কিয়ারা আদভানি। সদ্য মুক্তি পেয়েছে কিয়ারার নতুন ছবি ‘ইন্দু কি জওয়ানি’। ছবিতে চুলবুলি কিয়ারা প্রশংসায় ইতিমধ্যেই পঞ্চমুখ নেটপাড়া। এখন শ্যুটিং চলছে অভিনেত্রীর পরবর্তী ছবি ‘যুগ যুগ জিও’র। কিয়ারার কাছে এখন রয়েছে একগাদা ছবির অফার। কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ২’, এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘শেরশাহ’তে দেখা যাবে কিয়ারাকে। নতুন বছরেই মুক্তি পেতে চলেছে কিয়ারা তিনটি ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥