• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন রূপে খুকুমণি, সঙ্গ দিতে হাজির গুনগুন আর গঙ্গারাম, ষ্টার জলসার পর্দায় আসছে নতুন চমক

Published on:

ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩,Dance Dance Season 3,খুকুমণি,Khukumoni,গঙ্গারাম,Gangaram,গুনগুন,Gungun

বাঙালির বিনোদনের ডেলি ডোজ মানেই মেগা সিরিয়াল।আর এখন সব বিনোদনমূলক চ্যানেলেই চলতে থাকে সিরিয়ালের দাপট। তবে প্রতিদিন সিরিয়াল দেখতে দেখতে একঘেয়ে লেগে যায় দর্শকদের। তাই সেই একঘেয়েমি কাটাতে এখন দিনে দিনে সিরিয়ালের পাশাপাশি বাড়ছে বাংলা রিয়েলিটি শো গুলি জনপ্রিয়তাও।

প্রসঙ্গত চলতি বছরেই জলসার পর্দায় প্রথম শুরু হয়েছে নতুন রিয়ালিটি শো ইসমার্ট জোড়ি।খুব তাড়াতাড়ি শেষ হওয়ার পথে এই রিয়েলিটি শো। তবে বিনোদন জগতে নিত্যনতুন শোয়ের দৌলতে কোনো টাইম স্লটই ফাঁকা যায় না. এই যেমন  ইসমার্ট শেষ হতেই ষ্টার জলসার পর্দায় নতুন করে জায়গা নিতে চলেছে ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’ (Dance Dance Season 3)।

ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩,Dance Dance Season 3,খুকুমণি,Khukumoni,গঙ্গারাম,Gangaram,গুনগুন,Gungun

এবার এই শোতেই একসাথে দেখা মিলবে ছোট পর্দার খুকুমণি (Khukumoni), গঙ্গারাম (Gangaram) এবং গুনগুন (Gungun)-এর। প্রসঙ্গত কিছুদিন আগে স্টার জলসা পর্দায় শেষ হয়েছে খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়াল। ইদানিং শেষের পথে গঙ্গারাম অভিনেতা অভিষেকের গঙ্গারাম সিরিয়ালও। এসবের মধ্যে নতুন সিরিয়ালের দাপটে শেষ হওয়ার  জল্পনা তৈরি হয়েছে খড়কুটো সিরিয়ালও।

এরই মধ্যে সুখবরও রয়েছে পর্দার খুকুমণি,গঙ্গারাম এবং গুনগুন ভিক্তদের জন্য। জানা যাচ্ছে এই  নায়ক নায়িকারা অর্থাৎ খুকুমণি গঙ্গারাম এবং গুনগুন এবার খুব তাড়াতাড়ি আরও এক নতুন রূপে ফিরতে চলেছেন ছোট পর্দায়। আসলে সূত্রের খবর এঁরা তিনজনই এবার ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’ এর মঞ্চে মেন্টর  হিসেবে উপস্থিত থাকবেন।

ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩,Dance Dance Season 3,খুকুমণি,Khukumoni,গঙ্গারাম,Gangaram,গুনগুন,Gungun

আর গোটা বৈষয়টি নিয়ে দারুন উচ্ছসিত খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা। এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন অভিনেত্রী হওয়ার আগে তিনি একজন নৃত্যশিল্পী।  নাচ তার প্রাণ।  তবে কোথাও গিয়ে এই নাচের সত্তাটা  হারিয়ে ফেলেছিলেন ,তাই সেই টানেই নাকি তিনি আবার মঞ্চে ফিরছেন। এই এক =ই প্রসঙ্গে ছোটপর্দার গুনগুন বলেছেন জীবনে তিনি কোনদিন কোন কিছুই  পরিকল্পনা করে করেননি। এ ক্ষেত্রেও তাই হয়েছে।

ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩,Dance Dance Season 3,খুকুমণি,Khukumoni,গঙ্গারাম,Gangaram,গুনগুন,Gungun

এছাড়া তৃনা জানিয়েছেন তার সব সময় ভালো লাগে বাচ্চাদের। বাএই কারণেই নাকি তিনি এই প্রজেক্ট এর ব্যাপারে দ্বিতীয়বার ভাবেননি। প্রসঙ্গত তৃণা -দীপান্বিতা ছাড়াও এই শোতে হাজির থাকবেন অভিনেতা অভিষেক।  ছাড়া শোএর বিচারকের আসনে থাকবেন টলিউড অভিনেত্রী মনামি ঘোষ এবং রুক্মিণী সাহা।মহাগুরুর আসনে থাকবেনা দেবা। তবে এখন দেখার  কবে থেকে টিভির পর্দা সম্প্রচারিত হচ্ছে এই রিয়েলিটি শো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥