বাঙালি মাত্রেই ভোজনরসিক। তাই খাওয়া দাওয়ার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে বাঙালিয়ানা। আর আজকালকার দৈনন্দিন জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে হোমডেলিভারি অর্থাৎ বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার বিষয়টি। যার উপর নির্ভর করেই না জানি দিন গুজরান হয়ে থাকে কত মানুষের। সম্প্রতি এই বিষয়টিকে কেন্দ্র করেই শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি (khukumoni Home delivery)।
প্রথমদিকে ভিন্ন স্বাদের সিরিয়াল দর্শকদের মন জয় করে নিলেও, দিনে দিনে দর্শকদের কাছে একেবারে অসহ্য হয়ে উঠেছে এই সিরিয়াল। বিনোদনের নামে সর্বক্ষণ সিরিয়ালে ঝগড়া ঝাঁটি, মারামারি থেকে কূটকচালি দেখে একেবারে তিতিবিরক্ত হয়ে উঠেছেন দর্শক। তাই এই সিরিয়ালকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে দেদার ট্রোলিং।
এমনিতে আজকালকার সিরিয়ালে টিআরপির দৌড়ে এগিয়ে থাকার কারণে প্রায়শই গল্পের গরু গাছে ওঠে। তাই শুরুতে যে বিষয় নিয়ে সিরিয়াল শুরু হয় গল্প এগোনোর সাথে তার সাথে কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। তাই কার কখন কার সাথে বিয়ে হয়ে যাচ্ছে আগে থেকে তার আভাস টুকুও পাওয়া যায় না।
স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালের মুখ্য চরিত্র খুকুমণির ভূমিকায় অভিনয় করছেন টেলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। এই সিরিয়ালে খুকুমণির চরিত্রে তার ডায়লগ থেকে মারধোর করার স্টাইল সবটাই শুরু থেকে দৃষ্টি আকর্ষণ করেছে সিরিয়াল প্রেমীদের।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে নাটকীয়ভাবে খুকুমণির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে বিহান। সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই সিরিয়ালে আবার বিয়ে হতে চলেছে বিহানের। আর এই বিয়ের আগে রাজপুত্তুরকে আইবুড়োভাত খাওয়াতে নিজে হাতে রান্না করে নিয়ে এসেছে খুকুমণি। কিন্তু আদতে কার সাথে বিয়ে হবে বিহানের তা নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।