সদ্য শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি (khukumoni Home delivery)। আর প্রথম থেকেই এই সিরিয়ালের নায়িকা খুকুমণির ডায়লগ থেকে মারধোর করার স্টাইল দৃষ্টি আকর্ষণ করেছে সিরিয়াল প্রেমীদের। সেইসাথে হোমডেলিভারি অর্থাৎ বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার বিষয়টিও সহজেই মন জয় করে নিয়েছে দর্শকদের।
উল্লেখ্য এই সিরিয়ালের মুখ্য চরিত্র খুকুমণির ভূমিকায় অভিনয় করছেন টেলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। এর আগে ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের খলনায়িকা চুমকির চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ধারাবাহিকে খুকুমণি নিজে রান্না করে বাড়ি বাড়ি হোম ডেলিভারি করে। সেই সূত্রেই তার পরিচয় দেববাড়ির মানসিকভাবে অসুস্থ রাজপুত্তুর বিহানের সাথে।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে অন্য কারও হাতের খাবার বিহানের গলা দিয়ে না নামলেও, খুকুমণির আদর,যত্নে তার হাতের খাবার তৃপ্তি ভরে খেয়ে নেয় বিহান। সেই থেকেই দুজনের মধ্যে তৈরী হয় বন্ধুত্ব। অন্যদিকে সম্পত্তির লোভে বিহানের সাথে অন্য মেয়ের বিয়ে ঠিক করা হয়। কিন্তু বিয়ের দিন খুকুমণি তাকে জানায় সে যাকে সিঁদুর পরাবে সেই তাকে রোজ খাওয়াবে। এই কথা শুনেই বিহান খুকুমণিকেই সিঁদুর পরিয়ে দেয় বিহান।
প্রথমে খুকুমণি নিজেও এই বিয়ে মানতে চাইনি। কিন্তু রাজপুত্তুরের উপর হওয়া অত্যাচার বন্ধ করতে তাকেই নিজের বর মেনে নিয়েছে সে। অন্যদিকে খুকুমণি থাকতে বিহান কে জব্দ করতে না পেরে একের পর এক ফন্দি এঁটে চলেছেন বাড়ির সদস্যরা। তাই এবার খুকুমণিকে মারতে বাজারে ভাড়া করা গুন্ডা পাঠায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সবজির বাজারে খুকুমণি সবজি কিনতে গেলে সেখানে লাঠিসোটা নিয়ে তাকে ঘিরে ধরে গুন্ডারা। কিন্তু গুন্ডারা আর কি মারবে তার আগেই বনবন করে লাঠি ঘুরিয়ে সবাইকে মেরে হাড়গুঁড়ো করে দেয় খুকুমণি। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল।