আজ নতুন নয় খাওয়া দাওয়ার ব্যাপারে সবসময়ই দারুন উৎসাহী থাকে বাঙালি। যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে হোমডেলিভারি অর্থাৎ বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার বিষয়টি। যার মাধ্যমে এই করোনা কালে বিশেষ ভাবে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ।
সম্প্রতি এই বিষয়টিকে কেন্দ্র করেই শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি (khukumoni Home delivery)। সিরিয়ালের মুখ্য চরিত্র খুকুমণির ভূমিকায় অভিনয় করছেন টেলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)।সিরিয়ালে খুকুমণির চরিত্রে তার ডায়লগ থেকে মারধোর করার স্টাইল সবটাই শুরু থেকে দৃষ্টি আকর্ষণ করেছে সিরিয়াল প্রেমীদের।
প্রথমদিকে ভিন্ন স্বাদের এই সিরিয়াল মন জয় করে নিয়েছিল দর্শকদের। কিন্তু দিনে দিনে দর্শকদের কাছে একেবারে অসহ্য হয়ে উঠেছে এই সিরিয়াল। বিনোদনের নামে সর্বক্ষণ সিরিয়ালে ঝগড়া ঝাঁটি, মারামারি থেকে কূটকচালি দেখে একেবারে তিতিবিরক্ত হয়ে উঠেছেন দর্শক। তাই এই সিরিয়ালকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে দেদার ট্রোলিং।
কিছুদিন আগেই সিরিয়ালে দেখা গিয়েছে নাটকীয়ভাবে খুকুমণির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল বিহান। সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই সিরিয়ালে আবার বাজতে চলেছে বিয়ের সানাই। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে একটা নয় একসাথে দু’দুটো বিয়ে হতে চলেছে সিরিয়ালে।
একইসাথে ফের একবার বিয়ের পিঁড়িতে বসেছে বিহান আর খুকুমণি। কিন্তু বাবার মতো দুটো বিয়ে করবে বলতে বলতে বিয়ের মন্ডপ ছেড়ে উঠে আসে বিহান। এরপরেই দেখা যায় মাথা পাগল বিহান রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই এসে পৌঁছায় খুকুমণির বিয়ের মন্ডপে। সিঁদুর দানের আগেই রাজপুত্তুরকে দেখে চমকে যায় খুকু। এই ভিডিও দেখে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। এক নেটিজেন বিহানকে কটাক্ষ করে লিখেছেন ‘জাতে মাতাল তালে ঠিক।’