• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েলি ন্যাকামি কিংবা ছুঁইমুই ব্যাপারটা আমার নেই! খুকুমণির মতোই বাস্তবেও ডানপিটে দীপান্বিতা

দর্শকদের মনোরঞ্জন করতে কমতি রাখতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে একঘেয়ে বস্তাপচা কনসেপ্ট দেখলেই তার পরিবর্তে একেবারে ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল নিয়ে হাজির হচ্ছে বিনোদনমূলক চ্যানেলগুলি। আর তাছাড়া, এখন সব সিরিয়ালে টিআরপিই শেষ কথা। তাই দিনের পর দিন ভালো টিআর পি না দেওয়ার কারণেও বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক সিরিয়াল।

তেমনই কিছু আগেই শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি'(Khukumoni Home Delivery)।গতবছর নভেম্বর মাসেই শুরু হয়েছিল এই সিরিয়ালের সম্প্রচার।তারপর থেকে মাত্র দশ মাসের মাথায় বন্ধ হয়ে যায় এই সিরিয়ালের সম্প্রচার। তবে এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার অন্যতম কারণ শুধুমাত্র টিআরপি নয়। জানা যাচ্ছে এই সিরিয়ালের প্রোডাকশন হাউজ ব্লুজ প্রোডাকশনের সঙ্গে স্টার জলসার ঝামেলার কারণেই অসময়ে বন্ধ করে দেওয়া হয়েছে এই সিরিয়াল।

   

দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit,খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivery,টিভি অভিনেত্রী,Tv Actress

তবে একথা ভুললে চলবে না একসময় টিআরপি চার্টে যখন স্টার জলসার হতশ্রী অবস্থা ছিল তখন একমাত্র এই খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালই ভালো টিআরপি দিয়েছিল চ্যানেলকে। যার অন্যতম কারণ এই সিরিয়ালের নায়িকা খুকুমণির ‘পেঁপে দিয়ে চেপে’ সংলাপ। যা অত্যন্ত অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। কিন্তু এত ভাল টিআরপি, আর জনপ্রিয়তা সত্ত্বেও মাঝপথে এই সিরিয়াল বন্ধ করে দেওয়ায় মন খারাপ ছিল দর্শকদের।

দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit,খুকুমণি হোম ডেলিভারি,Khukumoni Home Delivery,টিভি অভিনেত্রী,Tv Actress
ধারাবাহিকে খুকুমণি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। সিরিয়ালের খুকুমণি চরিত্রের সাথে বাস্তবেও তার রয়েছে একাধিক মিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজে জানিয়েছেন সিরিয়ালের খুকুমণির মতোই বাস্তবেও দুর্দান্ত রান্না করেন তিনি। এছাড়া খুকুমণির মতোই বাস্তবেও দারুন ডাকাবুকো আর ডানপিটে স্বভাবের তিনি।

এপ্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন তার মধ্যে নারীসুলভ ব্যাপার গুলো কোনোদিন ছিল না তিনি ন্যাকামি করতে পারেন না, ছুঁইমুই ব্যাপারও নাকি দীপান্বিতার মধ্যে নেই, তাই তিনি নিজেই নিজেকে ডানপিটে স্বভাবের মেয়ে বলেই জানিয়েছেন। এছাড়া এদিন অভিনেত্রী জানান খুকুমণি চরিত্রে অভিনয় করার জন্য তাকে কোনো অডিশন দিতে হয়নি। নির্মাতারা তাকে এক চান্সেই পছন্দ করে ফেলেছিলেন। যদিও তাকে শান্তশিষ্ট স্বভাবের দেখতে হওয়ায় পুরোপুরি কনফিডেন্ট না দীপান্বিতা বলেছিলেন একবার অডিশন নিতে। প্রসঙ্গত লিড রোলে এটিই দীপান্বিতার প্রথম সিরিয়াল।

site