সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivary)। এই সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও কম টিআরপি -র কারণে কিছুদিন আগেই টিভি পর্দায় শেষ হয়েছে এই সিরিয়ালের সম্প্রচার।
তবে সিরিয়াল শেষ হয়ে গেলেও এই সিরিয়ালের একাধিক সংলাপ মুখে মুখে ঘোরে দর্শকদের। প্রথম সিরিয়াল দিয়েই বাজিমাত করেছিলেন সিরিয়ালের নায়িকা খুকুমনি অভিনেত্রী দীপান্বীতা রক্ষিত (Deepanwita Rakshit)। তাই অল্পদিনের মধ্যেই তার সংলাপ থেকে অভিনয় মন ছুয়েছিল দর্শকদের। এই সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদার (Rahul Majumdar)।
সিরিয়ালে বিশেষভাবে সক্ষম বিহানের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। তবে বেশ কিছুদিন হয়েছে সিরিয়াল শেষ হওয়ার পর থেকে আর টিভির পর্দায় দেখা যাচ্ছে না এই অভিনেতাকে। যদিও এই সিরিয়ালের নায়িকা খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা খুব শিগগিরই ছোট পর্দায় ফিরছেন একটি নাচের রিয়েলিটি শো এর মেন্টর হিসাবে।
কিন্তু বহুদিন হয়ে গেল পর্দার বিহান অভিনেতা রাহুল মজুমদারেরকে পর্দায় দেখার জন্য এক প্রকার হা-হুতাশ করছেন ভক্তরা। এরই মধ্যে শোন যাচ্ছে খুব তাড়াতাড়ি ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় কামব্যাক (Comeback) করতে চলেছেন রাহুল। জানা আছে যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনা সংস্থার অধীনে নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে রাহুলকে।
ইতিমধ্যেই নাকি সারা হয়ে গিয়েছে প্রাথমিক আলোচনা। যদিও এখনই এই প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি রাহুল।অন্যদিকে খবরের সত্যতায় সীলমোহর দেয়নি ওই নির্দিষ্ট প্রযোজনা সংস্থাও । প্রথমে শোনা যাচ্ছিল স্টার জলসার তোমায় আমায় মিলে সিরিয়ালের তৈরি করতে চলেছে এই সংস্থা । তবে সূত্রের খবর এই সিরিয়ালের দ্বিতীয় সিজন আসলেও প্রথম গল্পের সাথে পুরোপুরি মিল থাকবে না। তবে কোন কিছুই চূড়ান্ত হয়নি আর এই সিরিয়ালে সম্ভবত নতুন জুটিকেই দেখা যাবে বলে খবর।